Advertisement
Us Bangla Airlines
ম্যাচ পরিত্যক্ত হলেও লাভ অস্ট্রেলিয়ার, আফগানদের কী হবে

ম্যাচ পরিত্যক্ত হলেও লাভ অস্ট্রেলিয়ার, আফগানদের কী হবে

খেলা ডেস্ক

০১ মার্চ ২০২৫, ০০:১০

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার লক্ষ্যে স্কোরবোর্ডে ২৭৩ রানের পুঁজি তুলেছিল আফগানিস্তান। জবাবে শুরু থেকে আগ্রাসী ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। মাত্র ১২.৫ ওভারেই তাদের সংগ্রহ ১ উইকেটে ১০৯ রান। অজিদের খুনে ব্যাটিংয়ে শীতলতা নামিয়ে আনে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের ফলাফল নির্ধারণের ন্যূনতম ওভার শেষ না হওয়ার আগেই খেলা বন্ধ হয়ে যায়।

ওয়ানডেতে কোনো ম্যাচের ফলাফল নির্ধারণে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার খেলা হতে হয়। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত বলে গণ্য হবে। আর এমনটা হলে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে। তাতে অজিদের এক জয় ও দুই পরিত্যক্তের ফলাফল মিলিয়ে পয়েন্ট হবে ৪। যা অস্ট্রেলিয়াকে সরাসরি সেমিফাইনালে নিয়ে যাবে। 

‘বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সেরাটা বেরিয়ে আসে’

এক্ষেত্রে বিপদে পড়ে যাবে আফগানিস্তান। আফগানিস্তানের বর্তমান নেট রান রেট -০.৯৯, যা তাদের অবস্থানকে অনেকটাই দুর্বল করে তুলেছে। ম্যাচ পরিত্যক্ত হলে তাদের একমাত্র আশা হবে সমীকরণের মারপ্যাঁচ। তাতে দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ডের বিপক্ষে অন্তত ২০৭ রানে হারতে হবে (৩০১ রান তাড়া করতে নেমে), যা বাস্তবে প্রায় অসম্ভব। 

ওভার কমালে কী সমীকরণ

ক্রিকইনফোর তথ্যমতে, যদি ন্যূনতম ২০ ওভার খেলা হয় অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়াবে ১২৩ রান। অর্থাৎ, ৪৩ বলে তাদের প্রয়োজন মাত্র ১২ রান। এ ছাড়া ৩০ ওভার খেলা হলে তাদের লক্ষ্য হবে ১৯১ রান, তাহলে অস্ট্রেলিয়াকে ১৭.১ ওভারে ৮২ রান করলেই চলবে। তবে ম্যাচের ওভার কমানো শুরু হবে বৃষ্টির কারণে এক ঘণ্টা খেলা বন্ধ থাকলে।

আফগানিস্তানকে পেলেই ‘ম্যাক্সিমাম’-এর ঝড় তুলেন ম্যাক্সওয়েল

আশার কথা হলো, লাহোরে থেমেছে বৃষ্টি। তবে মাঠে ব্যাপক পানি লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে ম্যাচ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে সেটা হলেও অজিদের শুরুর দিকের আগ্রাসী ব্যাটিং তাদের বাকি সময়ের জন্য এগিয়ে রাখবে।

এমআই