
তবুও বেতন বাড়ছে শান্তদের, বেশি টাকা পাবেন যারা
খেলা ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ২৩:৫০
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার ষোলোকলা যেন পূর্ণ করেছিল নাজমুল শান্তের দল। পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরেছিল টাইগাররা। মুশফিক-রিয়াদের বাজে পারফরম্যান্সে বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটের বড় তারকারাও মেতেছিলেন সমালোচনায়। বাইশ গজে এত নিন্দনীয় পারফরম্যান্সের পরেও টাইগারদের বেতন বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটার নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
ফাহিম বলেন, ‘বেশ কিছুদিন আগে ওদের শেষ পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি (আলোচনা) হয়েছিল এবং এবারও কিছু পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে, টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি প্রাধান্য দিয়েছি। যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে সুরক্ষিত করার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে, তারা যেন এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যাওয়ার চেষ্টা কম করে।’
তিনি আরও বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই, যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, অন্যদের তুলনায় তাদের আয় কম হয়। তাই অন্যদিকে যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে, যেটা তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। সেটার কথা বিবেচনা করে টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারটিতে নজর দিয়েছি।’
এমআই