
শত বলের টুর্নামেন্টে নাম দিলেন ৪২ বছরের অ্যান্ডারসন
খেলা ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৯:৩০
একশ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডের ড্রাফটে নাম লেখাতে যাচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ জেমস অ্যান্ডারসন। টুর্নামেন্টটির ২০২৫ মৌসুমে খেলার জন্য কাউন্টি ক্রিকেটের দল ল্যাঙ্কাশায়ারের সাথে এক বছরের চুক্তিও সেরেছেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের জুলাইয়ে পেশাদার ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার পর ইংল্যান্ড দলের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতেও ইংলিশদের কোচিং স্টাফে ছিলেন লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন রাজত্ব করা এই ক্রিকেটার।
টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় জানানো অ্যান্ডারসন সবশেষ সাদা বলের ক্রিকেটে খেলেছেন ২০১৯ সালে। আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দেড় দশকের বেশি সময় আগে। যদিও অবসরের সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে চান আভাস দিয়েছিলেন অ্যান্ডারসন। সেই সূত্রে, আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন তিনি।
আইপিএলের মেগা নিলাম থেকে অবশ্য এই বয়স্ক ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবুও নিজ দেশের দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন জেমস অ্যান্ডারসন। আগামী ১২ মার্চ দ্যা হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। সেখান থেকে যদি অ্যান্ডারসন দল পান, তবে তিনি হবে টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার।
এর আগে ২০২২ সালে খেলা ইমরান তাহির এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। এছাড়া ৪১ বছর বয়সে টুর্নামেন্টটিতে খেলতে নামবেন প্রোটিয়া তারকা ব্যাটার ফাফ ডু প্লেসিস।
এমআই