
সতীর্থের অবসরে নেটিজেনদের তোপের মুখে মাহমুদউল্লাহ
খেলা ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ২৩:২৫
বাংলাদেশ ক্রিকেটের বড় নাম মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের ক্রিকেটে সাফল্যের সিংহভাগ অর্জনে জড়িয়ে রয়েছে তাদের নাম। দলের বিপদে এই দুই ক্রিকেটারের হাল ধরার রেকর্ড আছে অনেক। ক্যারিয়ারের মাঝপথে এসে মুশফিক হয়ে ওঠেছিলেন দেশসেরা ব্যাটার। মাহমুদউল্লাহ ‘ক্রাইসিস ম্যান’ উপাধি পেয়েছেন বহু আগেই।
লাল-সবুজের জার্সিতে লম্বা সময় প্রতিনিধিত্ব করা এই দুই ব্যাটার ক্যারিয়ারের শেষবেলায় অবস্থান করছেন। বয়সের ছাপ আর বাজে ফর্মে ব্যাট হাতে আগের মতো ক্ষুরধার হয়ে উঠতে পারছেন না। অনায়াসে বাউন্ডারি হাঁকানো বলগুলোও আজকাল উইকেটে পরিণত করছেন তারা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের রান সংকট এবং আউট হওয়ার ধরণ বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
মুশফিক-রিয়াদের এমন অবস্থা নিয়ে বিসিবি খুব একটা কিছু না বললেও অবসরের ইঙ্গিত দিয়েছেন। গতকাল গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেছেন, অবসরের সিদ্ধান্ত সিনিয়র ক্রিকেটার থেকেই আসতে হবে। এর আগে বিসিবি পরিচালক নাজমূল আবেদীন জানিয়েছেন,মুশফিক-রিয়াদের অবসর নিয়ে পরিকল্পনা জানতে চাইবেন।
Dear mushfiq, congratulations on your Fabolous ODI career.
সমালোচনা, গুঞ্জন আর বিসিবির শীতল আচরণের মাঝেই গতকাল রাতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেছেন মুশফিকুর রহিম। দেশসেরা এই ব্যাটারের এমন সিদ্ধান্তে শুভেচ্ছা এবং আবেগঘন বার্তা জানিয়েছেন সতীর্থরা। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে মুশফিকের সেই লড়াকু ইনিংসের স্মৃতিচারণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ফেসবুকে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার লিখেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভকামনা রইলো।’
মাহমুদউল্লাহ রিয়াদের সেই পোস্টের নিচেই ক্ষোভ ঝাড়তে থাকেন নেটিজেনরা। অধিকাংশ মন্তব্যকারীর প্রশ্ন, কবে দেশের ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। এমনকি অবসরের ঘোষণা না দেওয়া রিয়াদকে উদ্দেশ্য করে অনেককে কুরুচিপূর্ণ মন্তব্যও করতে দেখা যায়।
মাহমুদউল্লাহ রিয়াদের পোস্টের নিচে এ আর মুন্না নামে এক মন্তব্যকারী লিখেন, ‘রিয়াদ ভাই এবার আপনারও উচিত এই অভাগা জাতিকে মুক্ত করা, আপনারা কি অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কাছ থেকেও শিখতে পারেন না! আপনাদের মান সম্মান আসছে না যাচ্ছে, সেটাও বুঝেন না।’
মেহেদী হোসাইন নামে মাহমুদউল্লাহের এক ভক্ত লিখেন, ‘ভাই টিমকে ১৬ বছর ধরে অনেক সার্ভিস দিয়ে আসছেন এখন আপনার ও সময় হয়েছে সম্মানের সহিত বিদায় নিয়ে জুনিয়র দের আপনার জায়গায় সুযোগ করে দিতে।আমরা (আপনার ভক্তরা) সেটাই চাই।’
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফিতে এক ম্যাচ সুযোগ পেয়ে মাত্র ৪ রানের মাথায় আউট হোন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদের মুহূর্তে এমন বাজে শট অভিজ্ঞ রিয়াদ থেকে মানতে পারেনি ক্রিকেট ভক্তরা। একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় সহজ ক্যাচ ধরতে পারেননি তিনি। পাশাপাশি বাড়ন্ত বয়সে ফিটনেসের অভাবে ভুগছেন এই ক্রিকেটার। সবমিলিয়ে প্রায় ৪০ বছর ছুঁইছুঁই এই ক্রিকেটারকে রঙিন পোশাকে আর দেখতে চায় না বিসিবিসহ দর্শক-সমর্থকেরা।
এমআই