Advertisement
Us Bangla Airlines
ফাইনালে ব্যবধান গড়ে দিতে পারে যে ৫ বিষয়
চ্যাম্পিয়নস ট্রফি

ফাইনালে ব্যবধান গড়ে দিতে পারে যে ৫ বিষয়

খেলা ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ২২:৪৯

শিরোপা জয়ের লড়াইয়ে আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। আইসিসির এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলেছে ভারত। যার তিনটা সবশেষ তিন আসরে। এর মধ্যে মাত্র ১ বার শিরোপা জিতেছে রোহিতরা। চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইরা ফাইনাল খেলেছে দুইবার। একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হয়েছে ব্ল্যাকক্যাপসরা।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে একবার দেখা হয়েছিল কিউইদের। ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত হওয়ায় সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলির দলকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কিউইদের বিপক্ষে আরেকবার মুখোমুখি হয়েছিল ভারত। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে ভারতকে হারিয়েছিল উইলিয়ামসনেরা।

তিন বছর পর পুনরায় সেই কিউইদের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে রোহিত শর্মার দল। তাতে ভারতের প্রতিশোধের লড়াই নাকি নিউজিল্যান্ডের জয়- সেটা এখন সময়ের অপেক্ষা। তবে উত্তেজনার এই ম্যাচে ‘এক্স ফ্যাক্টর’ হতে পারে ৫টি বিষয়। এসবের ওপর নির্ধারিত হতে পারে ফাইনাল ম্যাচের ফলাফল।

শতক হাঁকিয়ে ১৩ রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি

বড় মঞ্চের বিরাট কোহলি

রান, গড় কিংবা ভিন্ন জাতের পরিসংখ্যান- সবকিছুতেই বিরাট কোহলি যেন সবাইকে ছাড়িয়ে। আইসিসি টুর্নামেন্ট পেলে বাইশ গজে একটু বেশিই দ্যুতি ছড়ান কিং কোহলি। গত মঙ্গলবার এই দুবাইয়েই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ৮৪ রানের দারুণ এক ইনিংসে ফাইনালে ওঠে ভারত। সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। আইসিসি টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬৫ গড়ে ২৫৪১ রান করেছেন এই ব্যাটার। যা পুরো বিশ্বে একজন ব্যাটারের হয়ে সর্বোচ্চ রান।

ধারাবাহিক রাচিন ও উইলিয়ামসন

নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ কেইন উইলিয়ামসনের সঙ্গে উঠতি তারকা রাচিন রবীন্দ্রর চমৎকার রসায়ন প্রতিপক্ষের ঘুম কেড়ে নিচ্ছে। সেমিতে দুজনই করেছেন সেঞ্চুরি, গড়েছেন ১৬৪ রানের জুটি। ফাইনালে এ দুজনকে দ্রুত ফেরানোই হবে ভারতের বোলারদের জন্য আসল চ্যালেঞ্জ। দুবাইয়ের মাঠে প্রতিপক্ষকে স্পিন দিয়ে ঘায়েল করেছিল ভারত। কিন্তু এই দুজনের কাছে স্পিন খেলা যেন মামুলি ব্যাপার। ভারতের বিপক্ষে আগের ম্যাচে উইলিয়ামসন করেছিলেন ৮১ রান। সেমিফাইনালে শতক হাঁকিয়েছিলেন রাচিন রবিন্দ্র।

হেনরির আগুনে বোলিং

নিউজিল্যান্ডের প্রায় সব ম্যাচেই প্রথম স্পেলে আগুনে বোলিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ম্যাট হেনরি। চার ম্যাচে ১৬.৭০ গড়ে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া এই পেসারকে শুরুতে ঠিকঠাকভাবে সামলাতে না পারলে বিপদে পড়বে ভারত। গ্রুপপর্বের ম্যাচে ভারতকে আড়াইশর নিচে আটকে রাখতে ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হেনরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া হেনরি ফাইনালের আগেই সেরে উঠবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড। ফিট থাকলে হেনরির শুরুর বোলিং ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে।

বরুণের রহস্যময় স্পিন

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ মুহূর্তে জায়গা পাওয়া বরুণ চক্রবর্তী প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন এই রহস্যময় স্পিনার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন দুই উইকেট। বরুণের ভান্ডারে বৈচিত্র্যের শেষ নেই। একই বলে একাধিক বৈচিত্র্যে ব্যাটারকে খাবি খাওয়াতে পারেন। ফাইনালে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে তার নতুন কোনো গোপন অস্ত্র।

নিচু পিচ ও মন্থর উইকেট

লাহোরে সেমিফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৩৬২ রান করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের মন্থর উইকেটে সেই সুখস্মৃতি কোনো কাজে আসবে না তাদের। চারটি ম্যাচই এখানে খেলায় দুবাইয়ের উইকেটের ভাষা সবচেয়ে ভালো জানে ভারত। এছাড়া এশিয়ান কন্ডিশন এবং মন্থর উইকেটে ভারত খেলে অভ্যস্ত। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সমীকরণে কিছুটা হলেও পিছিয়ে পড়বে কিউইরা। তবে ২০১৯ বিশ্বকাপে বৃষ্টি ভেজা মাঠে ভারতের বিপক্ষে কিউইদের আলাদা আত্মবিশ্বাস জোগাতে পারে।

এমআই