Advertisement
Us Bangla Airlines
উইলিয়ামসন-রাচিন নয়, ভারতের ‘মাথাব্যথা’ হতে পারেন যে কিউই

উইলিয়ামসন-রাচিন নয়, ভারতের ‘মাথাব্যথা’ হতে পারেন যে কিউই

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ১৭:৪৫

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে উভয় দল নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। আইসিসির এই টুর্নামেন্টে বেশ ফর্মে আছেন সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং তরুণ তুর্কী রাচিন রবীন্দ্র। সবশেষ সেমিফাইনাল ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন এই দুই ব্যাটার।

ভারতের বিপক্ষে নক আউট ম্যাচে আলাদা করে দ্যুতি ছড়ান কেইন উইলিয়ামসন। সবশেষ ভারত সফরে নিজের জাত চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। স্বাভাবিকভাবে এই দুই ব্যাটারকে আলাদাভাবে আমলে নিবে রোহিত শর্মার দল। তবে উইলিয়ামসন-রাচিন ছাড়াও ভারতের মাথাব্যথার কারণ হতে পারেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

চ্যাম্পিয়নস ট্রফিতে ফিল্ডিংয়ে আলাদা করে নজর কেড়েছেন ফিলিপস। কিউইদের এই অলরাউন্ডারকে আলাদা করে সমীহ করছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের দিক থেকে, আমি মনে করি গ্লেন ফিলিপসের কিছু করার আছে। তিনি ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিতে পারেন, ৪০-৫০ রানের ক্যামিও ইনিংস খেলতে পারেন এবং এক-দুটি উইকেট নিয়ে চমকে দিতে পারেন।’ 

ব্যাট হাতে ফিলিপসের অবদান অবশ্য চোখে পড়ার মতো। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে অন্তত ১০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট গ্লেন ফিলিপসের। ১৪০ স্ট্রাইক রেটে ১৪৩ রান করেন তিনি। ব্যাট হাতে দ্রুত গতিতে রান তোলার সেরা ৫ জনের তালিকায় নেই কোনো ভারতীয় ব্যাটার।

এদিকে গ্লেন ফিলিপসকে আউট করার পথ বাতলে দিয়েছেন কিউইদের নেট বল করা ভারতীয় তরুণ। পিটিআইকে শাশ্বত নামের সেই বোলার বলেন, ‘আমি একজন লেগ স্পিনার ও ডানহাতি ব্যাটসম্যান। আমি একজন ভারতীয় ও সম্প্রতি দুবাইয়ে চলে এসেছি। বর্তমানে আইসিসি একাডেমিতে খেলছি। আজ (কাল রাতে) আমি চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন সেশনে বল করার সুযোগ পেয়েছি। আমি বেশ সৌভাগ্যবান যে গ্লেন ফিলিপসকে বোল্ড করতে পেরেছি। তিনি ভেবেছিলেন, আমি লেগ ব্রেক করব। কিন্তু আমি গুগলি করেছি, যা তিনি বুঝতে পারেননি।’

এমআই