Advertisement
Us Bangla Airlines
২০২৭ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন রোহিত 

২০২৭ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন রোহিত 

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৫, ১৪:৪৩

ব্যাট হাতে লম্বা সময় রান খরায় ভুগছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনকি রান সংকট কাটাতে প্রায় দশ বছর পর রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন এই ক্রিকেটার। এরপর রোহিতের অবসর নিয়ে সরব হয়ে সামাজিক মাধ্যম। এমনকি বডি শেমিংসহ নানান ইস্যুতে কটাক্ষও হজম করতে হয়েছে ভারতের অন্যতম সফল কাপ্তানকে।

তবে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেই ইংল্যান্ড সিরিজ দিয়ে রানে ফিরেছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। তবে এর আগে ফের রোহিতের অবসর নিয়ে গুঞ্জন ওঠে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভার থেকে অবসর নিয়েছিলেন রোহিত। চ্যাম্পিয়নস ট্রফি শেষে তবে কি ওয়ানডে ছাড়ছেন?

ফাইনালে খেলতে নেমেই কোহলির ৫৫০, রোহিতের ৪৯৯!

শেষ পর্যন্ত রোহিত আর অবসর নেননি। এরপরই আলোচনায় আসে রোহিতের ২০২৭ বিশ্বকাপ খেলার প্রসঙ্গ। তবে এই ক্রিকেটার জানিয়েছেন, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে তিনি এখনো কোন সিদ্ধান্ত নেননি। 

ফাইনালে ম্যাচ শেষ রোহিত ‘জিয়োহটস্টারে’ বলেছেন, ‘পরিস্থিতি যেমন আসবে, তেমন ভাবে সেটাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দূরে তাকানো উচিত হবে না। এই মুহূর্তে আমার লক্ষ্য হল ভাল খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। কোনও সীমারেখা টানতে চাই না। তাই ২০২৭ বিশ্বকাপে খেলব কি না সেটাও এখন জানাতে চাই না। এই মুহূর্তে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে চ্যাম্পিয়ন হলো ভারত

ভবিষ্যতে খুব বেশি তাকাতে চান না জানিয়ে রোহিতের মন্তব্য, ‘নিজের ক্রিকেটজীবনে বরাবর এক-একটা ধাপ নিয়ে এগোতে ভালবাসি। ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে চাই না। অতীতেও কখনও এই কাজ করিনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি। দলের সময়টা উপভোগ করতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি হবে। সেটাই আসল।’

‘এখনই অবসর নিচ্ছি না’, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোহিত শার্মা। তার বিদায়ের গুঞ্জন তাই শেষ। তবে নতুন কৌতূহলের শুরুও এখান থেকে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি থাকবেন বা টিকবেন তিনি? ভারতীয় অধিনায়ক জানালেন, এখন অত দূরে তিনি তাকাচ্ছেন না। তবে দারুণ সুখী এই দল ছেড়ে যাওয়ার ভাবনাও আপাতত তার নেই।

এমআই