Advertisement
Us Bangla Airlines
রাচিনকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়ায় অশ্বিনের আপত্তি!

রাচিনকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়ায় অশ্বিনের আপত্তি!

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৫, ১৮:০১

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। আইসিসির এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন একাধিক ক্রিকেটার। বিরাট কোহলি, ম্যাট হেনরি, কেইন উইলিয়ামসনের সঙ্গে ছিলেন রাচিন রবীন্দ্র। দল হারলেও শেষমেশ পুরস্কারটা ওঠেছিল কিউই অলরাউন্ডারের হাতে। 

রাচিনের টুর্নামেন্ট সেরা হওয়ার যৌক্তিকতা আছে। নিউজিল্যান্ডের হয়ে ৪ ইনিংসে রাচিন করেছেন ২৬৩ রান। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। পাশাপাশি বল হাতে ৩টি উইকেটও শিকার করেছেন তিনি। ব্যাটে বলে সমান তালে পারফর্ম করায় তার হাতে ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার। 

তবে রাচিনের হাতে এই পুরস্কার মানতে পারেননি ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই অলরাউন্ডারের মতে, টুর্নামেন্টসেরার পুরস্কার ভারতের বরুণ চক্রবর্তীর জেতা উচিত ছিল।

অশ্বিন বলেন, ‘যাই বলা হোক না কেন, আমার মতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন বরুণ চক্রবর্তী। তিনি পুরো টুর্নামেন্ট খেলেননি। অথচ বড় পার্থক্য গড়ে দিয়েছেন। যদি বরুণ চক্রবর্তী না থাকত, আমার মনে হয় খেলাটি ভিন্ন হত। তিনি সেই এক্স-ফ্যাক্টর যে নতুনত্ব এনেছিল। আমি যদি বিচারক হতাম, তাহলে আমি বরুণকে এটি (টুর্নামেন্ট সেরার পুরস্কার) দিতাম। তিনিই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়ার কারিগর।’

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির শেষ বেলায় ভারতের একাদশে জায়গা পেয়ে যান বরুণ চক্রবর্তী। তবে শুরুর ম্যাচগুলোতে ছিলেন না এই ক্রিকেটার। স্পিন পিচ হওয়ায় সবশেষ ৩ ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তাতে এক ফাইফারের সঙ্গে ৩ ম্যাচে ৯ উইকেট তুলেছেন এই রহস্যময় স্পিনার।

এমআই