
বিদেশি টুর্নামেন্টে খেলতে এনওসির আবেদন করলেন নাহিদ-রিশাদ
খেলা ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১৮:৫১
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ছড়াছড়ি। এসব টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খুব একটা কদর নেই বললেই চলে। আগে সাকিব আল হাসান এবং মোস্তাফিজকে দেখা গেলেও এখন তারাও সুযোগ পাচ্ছেন না। বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে এবার নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।
আইপিএল চলাকালীন সময়ে শুরু হবে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। সেখানেও ড্রাফট থেকে সুযোগ পাননি সাকিব-মোস্তাফিজ। তবে পাকিস্তানের এই টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটনকে দলে নেয় করাচি কিংস। রিশাদের ঠিকানা হয় লাহোর কালান্দার্স। আর নাহিদকে বেছে নিয়েছে পেশোয়ার জালমি।
আগামী এপ্রিলের মাঝামাঝিতে শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। নতুন আসরকে ঘিরে পিএসএলে খেলতে ইতোমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছে নাহিদ রানা এবং রিশাদ হোসেন। লিটন দাস এখন পর্যন্ত অনাপত্তিপত্রের জন্য আবেদন না করলেও শিগগিরই করা যাবে বলে শোনা যাচ্ছে।
বিসিবি শেষ পর্যন্ত এসব ক্রিকেটারদের খেলতে দিবেন কি না, তা নিয়েও থাকছে সংশয়। আগামী এপ্রিলেই দুই টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেই কারণে লিটন, নাহিদকে অনাপত্তিপত্র নাও দিতে পারে বিসিবি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রিশাদ হোসেন। এখন পর্যন্ত সাদা পোশাকে অভিষেক হয়নি এই ক্রিকেটারের। ফলে পিএসএল খেলতে অনাপত্তিপত্র পেতে পারেন রিশাদ হোসেন।
উল্লেখ্য, পিএসএলের এবারের আসর আগামী ১১ এপ্রিল শুরু হবে, যা চলবে ১৮ মে পর্যন্ত।
এমআই