
কেন্দ্রীয় চুক্তিতে যেভাবে আসতে পারেন শামীম পাটোয়ারী
খেলা ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৭:১৪
ব্যাট হাতে বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। আবার ব্যাটে রান পেয়েই গেল বছর দলে ফিরেছেন এই বাঁহাতি ক্রিকেটার। ক্যারিবিয়ান সিরিজে শামীমের প্রত্যাবর্তনটাও হয়েছে দেখার মতো। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন শামীম।
জাতীয় দলে দারুণ পারফরম্যান্সের পর বিপিএলেও উজ্জ্বল ছিলেন এই বাঁহাতি ক্রিকেটার। চিটাগং কিংসের জার্সিতে ১৫ ম্যাচে ২ ফিফটিসহ ৩৫২ রান করেছিলেন শামীম। এরপরও চলতি বছরে বাংলাদেশ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা হয়নি এই ক্রিকেটারের। শামীমকে না রাখায় সামাজিক মাধ্যমে বেশ সমালোচনায় পুড়েছে বিসিবি।
তবে কেন্দ্রীয় চুক্তিতে শামীমের দরজা এখনই বন্ধ হয়নি বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক নির্বাচক। তিনি বলেন, ‘শামীম ভালো করছে। কেন্দ্রীয় চুক্তিতে আসার এখনো সুযোগ রয়েছে তার সামনে। যেহেতু ৬ মাস পর ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে একটা রিভিউ হয়। নিয়মিত ভালো করলে চুক্তিতে শামীমকে দেখা যেতে পারে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে শামীমকে দেখা গেলেও ওয়ানডেতে আপাতত বিবেচিত হননি এই ক্রিকেটার। ফলে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে দেখা মিলেনি তার। তাতে বিপিএলের পরেই ডিপিএল দিয়ে তার ক্রিকেট যাত্রা শুরু হয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জ দলে খেলা এই ক্রিকেটার ডিপিএলেও বেশ ছন্দে রয়েছেন।
এমআই