
তামিমকে বিদেশে নেওয়ার পরিকল্পনা, কোথায় হবে চিকিৎসা?
খেলা ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১৩:২৪
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তামিম ইকবাল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর গতকাল সাভারের কেপিজে হাসপাতাল থেকে তাকে বসুন্ধরায় স্থানান্তর করা হয়। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার।
গুঞ্জন ছিল, তামিমকে থাইল্যান্ডে নেওয়া হতে পারে। এবার একই কথা জানিয়েছেন বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। বিপিএলে গেল দুই আসরে তামিমের নেতৃত্বে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এমনকি উভয়ের মালিকানায় চলতি ডিপিএলেও দল রয়েছে তাদের।
তামিমের সঙ্গে মিজানুরের সর্ম্পক বেশ গভীর। গতকাল রাতে তামিমকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার পর তাকে দেখতে যান মিজানুর রহমান। এরপর ফেরার পথে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।
তামিমকে বিদেশে নেওয়া প্রসঙ্গ মিজান বলেন, ‘থাইল্যান্ডে নেওয়ার জন্য ভিসার চেষ্টা করা হচ্ছে। ইনশা আল্লাহ আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন যাবে, এখন বলা যাচ্ছে না। সবার কাছে অনুরোধ করছি, বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ করছি, তামিমের জন্য দোয়া করবেন।’
তামিমের হার্ট অ্যাটাকের কারণও জানিয়েছেন বরিশালের মালিক। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান। তিনি বলে, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’
সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন তামিম ইকবাল। এরপর তার হার্টে রিং পরানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিশ্চিতভাবেই আর ডিপিএলে দেখা যাবে না তামিমকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন।
এমআই