Advertisement
Us Bangla Airlines
আল্লাহর রহমত ও সকলের দোয়ায় আমি ফিরে এসেছি: তামিম

আল্লাহর রহমত ও সকলের দোয়ায় আমি ফিরে এসেছি: তামিম

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১৬:১২

বুকে ব্যথা থেকে যম দুয়ার, মৃত্যুপুরী থেকে যেন কোনমতে বেঁচে ফিরেছেন তামিম ইকবাল। সাভারের কেপিজে হাসপাতালে তামিমকে নেওয়ার পর বাকিরা যেভাবে দুশ্চিন্তা আর শঙ্কায় ডুবেছিলেন, তার কালো মেঘ কিছুটা কেটে গেছে। আজ সকালে চিকিৎসকরা জানিয়েছেন, ক্রান্তিকালের জটিল সময় তামিম পার করে এসেছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

তামিমের শারীরিক অবস্থার কথা জানিয়ে কেপেজি হাসপাতাল পরিচালক ডা. রাজিব বলেন, ‘তামিম ইকবাল সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন।’

শঙ্কামুক্ত তামিম ইকবাল, মাঠে ফিরবেন কবে?

এবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পর পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহ্বান জানিয়েছেন তামিম। তামিমের পোস্ট হুবুহু তুলে ধরা হলো।

‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে- এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? ’

‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে আক্ষেপ মাশরাফির

‘আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়- এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

এমআই