
তবে কি এখানেই ইতি টানছেন রোহিত?
খেলা ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ২২:১৬
চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা রোহিতের হাতেই ওঠেছিল। সাদা বলে যতটা ভালো খেলেছেন রোহিত, সাদা পোশাকে তার পারফরম্যান্স ততটাই সাদামাটা। গেল অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ শেষে রোহিতকে অবসরে যাওয়ার দাবি তুলেছিলেন বিশ্লেষক-ভক্তরা।
আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। দেড় মাসের সেই সফরে পাঁচটি টেস্ট খেলবে দুই দল। তবে সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যানসের কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে রোহিত ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে দলের আরেক অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি তার জায়গা ধরে রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রোহিতের ব্যাটিং ছিল হতাশাজনক। তিন ম্যাচে তার মোট সংগ্রহ ছিল মাত্র ৩১ রান। এমনকি সিরিজের শেষ টেস্টে নিজেই সরে দাঁড়ান তিনি।
আগামী ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফর। ২০০৭ সালের পর ইংল্যান্ডে প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচটি ৩০ মে কেন্টের দ্য স্পিটফায়ার গ্রাউন্ড, সেন্ট লরেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬ জুন নর্থ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে।
এদিকে ভারত জাতীয় দলের এক নির্বাচক জানিয়েছেন, ‘আইপিএলের নকআউট পর্বের আগেই দল ঘোষণা করা হতে পারে। ততদিনে স্পষ্ট হয়ে যাবে, কারা ইংল্যান্ড সফরের জন্য ফিট এবং প্রস্তুত।’
এমআই