Advertisement
Us Bangla Airlines
বার্বাডোজে যে কারণে আটক হলেন কানাডার অধিনায়ক

বার্বাডোজে যে কারণে আটক হলেন কানাডার অধিনায়ক

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৫, ২০:১৩

জন্মভূমি বার্বাডোজ, তবে কানাডার জাতীয় ক্রিকেট দলে খেলেন নিকোলাস কার্টন। দলটির অধিনায়কও এই ক্যারিবিয়ান। আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকায় এবার জন্মভূমিতে ফিরছিলেন তিনি। তবে পথেই ঘটে গেল এক আকস্মিক কাণ্ড। মাদকদ্রব্য বহনের অভিযোগে বার্বাডোজের বিমানবন্দরে নিকোলাস কার্টনকে আটক করে স্থানীয় পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বার্বাডোজ বিমানবন্দরে তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যানাবিস বা গাঁজা পাওয়া গেছে। যার জেরে স্থানীয় পুলিশ তাকে আটক করেছে। আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই ক্রিকেটারকে। তবে এরই মধ্যে ঘটনাটি বিশ্বজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

বিশ্বের একাধিক গণমাধ্যম বলছে, বার্বাডোজের গ্র্যান্টলে অ্যাডামস বিমানবন্দরে নিকোলাসের সঙ্গে ২০ পাউন্ড বা ৯ কেজি ক্যানাবিস পাওয়া যায়। দেশটির নিয়ম অনুযায়ী, মোটামুটি ৫৭ গ্রাম পর্যন্ত গাঁজা থাকলে আইনত দণ্ডনীয় বলে ধরা হয় না। কিন্তু সেটা নিয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না। অন্যথায় জরিমানা গুণতে হবে। কিন্তু কার্টনের কাছে বৈধ নিয়মের থেকে প্রায় ১৬০ গুণ বেশি গাঁজা পাওয়া গিয়েছে।

এ প্রসঙ্গে কানাডা ক্রিকেটের তরফে বলা হয়েছে, ‘আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে অভিযোগ ও তাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে অবগত আছি। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্রিকেট কানাডা চায় গোটা ঘটনায় যেন স্বচ্ছতা থাকে।’

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল কানাডা। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল দলটি। বিশ্বকাপে সেবার আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছিল কানাডা। সেই ম্যাচে ৩৫ বলে ৪৯ রানের ইনিংস খেলে শিরোনাম হয়েছিলেন নিকোলাস কার্টন। এবার মাদকদ্রব্য বহনের অভিযোগে পুনরায় প্রতিবেদনের শিরোনাম নাম ওঠলো তার।

এমআই