
লিটন না তাসকিন, অধিনায়কত্বে কাকে চান সুজন
খেলা ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২১:৩১
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মটা ভালো যায়নি নাজমুল শান্তের। এরপরই অধিনায়কত্বটা ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে বিসিবি কর্তাদের পরামর্শে সেবার নেতৃত্ব ছাড়া হয়নি তার। কিন্তু গেল ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর কুড়ি ওভার ক্রিকেটে ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফলে নতুন করে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। যাদের মধ্যে এগিয়ে আছেন লিটন দাস এবং তাসকিন আহমেদ।
গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে বেশ নাজুক ছিলেন এই ওপেনার। ফলে সাদা বলের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয় লিটনকে। তবে একই ফরম্যাটে দারুণ ভূমিকা পালন করছেন তাসকিন আহমেদ। ফলে তাসকিনকে টি-টোয়েন্টির নতুন নেতৃত্বে দেখতে চান সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে তাসকিন ইস্যুতে তিনি বলছিলেন, ‘ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।’
‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।’
নেতৃত্বের এই সম্ভাব্য তালিকায় লিটন দাসও আছেন। লিটনকে নিয়ে সুজন বলছিলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।’
এমআই