Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

খেলা ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ১২:৫২

চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে খুব একটা ব্যস্ততা নেই। বাংলাদেশও আন্তর্জাতিক ম্যাচ ছাড়া কাটিয়েছে দীর্ঘদিন। অবশ্য এই সময়ে টাইগাররা মেতেছে ঘরোয়া লিগের ব্যস্ততায়। ডিপিএলে ৩ মার্চ থেকে খেলছেন টাইগার ক্রিকেটাররা। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নাজমুল শান্তের দল।

১২ দিন পর শুরু হতে যাওয়া এই সিরিজকে ঘিরে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিব। তবে বাংলাদেশে পা রাখার আগে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলটিতে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। এছাড়া সবশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে আছে ৩ পরিবর্তন। 

বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ করল বিসিবি

তাফাদজোয়া টিসিগা দলে আসছেন প্রায় দুই বছর পর। প্রায় একইরকম প্রত্যাবর্তন ওয়েলিংটন মাসাকাদজার। আরভিনের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। তিনিও আসছেন বাংলাদেশ সফরে।  পেস বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

এমআই