Advertisement
Us Bangla Airlines
রেকর্ড গড়া ম্যাচে ভাইকে হারিয়ে যা বললেন ক্রুনাল

রেকর্ড গড়া ম্যাচে ভাইকে হারিয়ে যা বললেন ক্রুনাল

খেলা ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ১৫:০৪

মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার আপন ভাই ক্রুনাল পান্ডিয়া খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে। গতকাল আইপিএলের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছেন দুই সহোদর। তাতে নিজেদের ঘরের মাটিতে প্রায় ১০ বছর পর আরসিবির কাছে হেরেছে হার্দিকের মুম্বাই।

রোহিতদের হোম ভেন্যুতে তাদের হারিয়ে আসা আরসিবির জন্য নতুন মাইলফলকও বটে। তবে অবিশ্বাস্য এই ম্যাচে আরসিবির জয়ে বড় অবদান রাখেন ক্রুনাল পান্ডিয়া। ম্যাচের শেষ ওভারে বল করতে আসা এই স্পিনার তিনটি উইকেট তুলে নিয়ে নাটকীয় মোড় আনেন।

টপ অর্ডার ব্যাটার উইল জ্যাকস, নমন ধীর, মিচেল স্যান্টনার ও দীপক চাহারের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন ক্রুনাল পান্ডিয়া। সবমিলিয়ে ৪ ওভারে ৪৫ রান খরচায় মুম্বাইয়ের ৪ উইকেট তুলেন তিনি। ম্যাচে বড়সড় ইমপ্যাক্ট রাখা এই স্পিনার গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।

নিজের ভাই হার্দিকের জন্য খারাপ লাগছে জানিয়ে ক্রুনাল বলেন, ‘আমরা (ক্রুণাল আর হার্দিক) যেভাবে একে অপরকে ভালোবাসি, সেটা খুবই স্বাভাবিক। আমরা জানতাম, আজ একজন পান্ডিয়াই জিতবে! ও (হার্দিক) দুর্দান্ত ব্যাট করেছে, ওর জন্য খারাপ লাগছে, কিন্তু আমাদের দল জিতেছে – সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ম্যাচের চাপের মুহূর্তে ক্রুনালের বড় শক্তি ছিল তার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি যখন বোলিং করতে এলাম, তখন স্যান্টনার ব্যাটিং করছিল এবং লেগ সাইড ছিল ছোট। গত ১০ বছরে এখানে অনেক ম্যাচ খেলেছি, অভিজ্ঞতা তখন কাজে লাগে। একজন বোলার হিসেবে শতভাগ কমিটমেন্ট থাকা জরুরি, তাহলেই সফল হওয়া যায়।’

পরে আরসিবির প্রধান কোচের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রুনাল। বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, ‘অ্যান্ডি (ফ্লাওয়ার) আর আমি লখনৌতে দুই বছর একসঙ্গে ছিলাম, ওকে ব্যক্তিগতভাবে জানি। আমরা দল হিসেবে খুব ভালো মানসিকতায় আছি।’

সতীর্থদের প্রশংসা করে ক্রুনাল বলেন, ‘রজত (পতিদার) অসাধারণ শুরু করেছে, ওর আত্মবিশ্বাস এবং সহজভাবে জিনিসগুলো নেওয়া দারুণ। জীতেশ (শর্মা) দারুণ খেলছে, ওর ব্যাটিং অ্যাওয়ারনেস অসাধারণ। উইকেটকিপার হিসেবে তো বরাবরই দুর্দান্ত। আমি মাথা নীচু রেখেই খেলে যেতে চাই, দলকে জেতাতে চাই।’

উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম বিগত ১০ বছর ধরেই রীতিমত অজেয় হয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবশেষ তারা এই মাঠে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ২০১৫ সালে। অবশেষে ৩ হাজার ৬১৯ দিন পর গতকাল মুম্বাইকে তাদের মাটিতে হারালো আরসিবি।

এমআই