
এবার মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার সোহেল
খেলা ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৩:৫২
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ার হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন গাজী সোহেল। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে আম্পায়ার হিসেবে থাকার কথা ছিল তার। তবে ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করায় মাঠে নামতে পারেননি তিনি।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে শরীর খারাপ অনুভব করেন আম্পায়ার গাজী সোহেল। পরে তাকে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয়।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, প্রেশার হাই হয়ে গিয়েছিল গাজী সোহেলের। বর্তমানে ঠিক আছেন, তবে পালসটা একটু বেশি। রিজার্ভ আম্পায়ার দিয়েই চলছে এই ম্যাচটি।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সেবারও বিকেএসপির ৩ নম্বর মাঠে এই ঘটনা ঘটেছিল। তামিমের অসুস্থতা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক করে বসেন বাংলাদেশের সাবেক ওপেনার।
পরে তামিমের হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন তামিম ইকবাল।
এমআই