Advertisement
Us Bangla Airlines
মাঠে ফেরার লড়াইয়ে বিদেশে যেতে পারেন তাসকিন

মাঠে ফেরার লড়াইয়ে বিদেশে যেতে পারেন তাসকিন

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১৪:২১

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই স্কোয়াডে সুযোগ পাননি তাসকিন আহমেদ। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

জানা গেছে, সম্প্রতি বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে তাসকিনের। বেশিরভাগ ম্যাচেই ব্যথা নিয়ে খেলতে হচ্ছে তাকে। সমস্যা বাড়তে থাকায় বিকল্প ভাবতে শুরু করেছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে তাসকিনের ইনজুরি কতটা গুরুতর, তা নিয়ে এতদিন কিছু জানায়নি বিসিবি। 

আইপিএল থেকে এসেছিল প্রস্তাব, খেলা নিয়ে যা ভাবছেন তাসকিন

এবার তাসকিনের ইনজুরি নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলছিলেন, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

দেবাশীষ বলেন, ‘পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।’

আইসিসির চোখে সেরা বোলিং: তাসকিনসহ আছেন যারা

তাসকিনের কাঁধের উদাহরণ টেনে পরে দেবাশীষ বলছিলেন, ‘ওর শোল্ডারে তো সমস্যা আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন করতে। আমরা তো অপারেশন করাইনি, রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি। ম্যানেজ করতে হচ্ছে আর কি।’

গোড়ালির ইনজুরি নিয়ে দেবাশীষ আরও বললেন, ‘এখন এই গোড়ালির অপারেশন করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে, আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।’

এমআই