Advertisement
Us Bangla Airlines
এবার বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা

এবার বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১২:৫০

বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ নারী দল। এর মাঝেই জানা গেল ভিন্ন খবর। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। আগামী ২ মে তারা বাংলাদেশে এসে পৌঁছাবে। সফরে উভয় দল ৩টি ওয়ানডে ও ৩টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। 

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল দশটায়। আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। 

এরপর যথাক্রমে ৮ ও ১১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। পরবর্তীতে দুই দিন বিরতি দিয়ে ১৪ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। কক্সবাজার অ্যাকাডেমি মাঠে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ৷ এরপর একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।

দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি

৬ মে, প্রথম ওয়ানডে
৮ মে, দ্বিতীয় ওয়ানডে
১১ মে, তৃতীয় ওয়ানডে

১৪ মে, প্রথম টি-টোয়েন্টি
১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি 

এমআই