
জিম্বাবুয়ে সিরিজে আগ্রহের খরা, খেলা দেখবেন কোথায়?
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১৯:৪১
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে আগামীকাল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। সেখান থেকে পাড়ি জমাবে সিলেটে। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে লড়বে দুই দল। তবে এই আন্তর্জাতিক সিরিজ নিয়ে দর্শকদের তেমন মাথা ব্যথা নেই।
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম আর খর্বকায় দলের সঙ্গে খেলা হওয়ায় সম্প্রচারে অনাগ্রহী টিভি চ্যানেলগুলো। ফলে ঘরের মাঠের সিরিজের সম্প্রচার স্বত্বই এখনো বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে এই সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস ও জিটিভিতে সম্প্রচার হয়েছে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে সিরিজ সম্প্রচারে তাদেরও দায়বদ্ধতা নেই।
এমন পরিস্থিতিতে বিসিবি শেষমেশ সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারলে রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে খেলা দেখানোর ব্যবস্থা করতে পারে। বিসিবির এক পরিচালক এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে টি স্পোর্টসে সম্প্রচারিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এছাড়া খেলা দেখানো আরেক টিভি চ্যানেল নাগরিকে দেখানো হচ্ছে পিএসএল। উত্তেজনামুখর বিদেশি টুর্নামেন্টের এসব ম্যাচ দিয়ে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের ম্যাচ দেখাতে আগ্রহী হয়নি কোনো চ্যানেল।
এমআই