Advertisement
Us Bangla Airlines
১৭ বছর পর দলকে শিরোপা জেতানো কোচকে বরখাস্ত!

১৭ বছর পর দলকে শিরোপা জেতানো কোচকে বরখাস্ত!

খেলা ডেস্ক

০৭ জুন ২০২৫, ১৮:০৫

ফুটবলারদের বাজে ফর্ম আর ভালো কম্বিনেশনের কারণে দলকে লম্বা সময় ধরে গোছাতে পারেনি টটেনহ্যাম। অগোছালো দলকে সাজিয়ে দীর্ঘ ১৭ বছর শিরোপার মুখ দেখিয়েছে অস্ট্রেলিয়ান কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। সম্প্রতি দলটির ইউরোপা লিগের শিরোপা জয়ের নায়ক তিনি।

সংকটের পালাবদলে আলো ফিরতেই পোস্তেকোগলুকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার! ১৭ বছর পর ট্রফি জেতার ১৭ দিন পার না হতেই সাফল্য এনে দেওয়া কোচ ছাঁটাই করেছে ক্লাবটির সভাপতি ড্যানিয়েল লেভি। বিষয়টি পুরো ফুটবল অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

মাত্র ১৬ দিন আগে বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে ১-০ গোলে পরাজিত করে টটেনহাম। গেল ৪১ বছরের মধ্যে প্রথমবারের মত কোন ইউরোপীয়ান পুরস্কার জয়ের কৃতিত্ব দেখায় উত্তর লন্ডনের ক্লাবটি। তাতে টটেনহ্যামের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত হয়। 

চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলেও প্রিমিয়ার লিগে বেশ নাজুক অবস্থানে ছিল ক্লাবটি। ১৯৭৬-৭৭ সালের পর প্রথমবারের মত স্পার্সরা রেলিগেটেড হয়ে প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে। এমনকি পয়েন্ট তালিকার ১৭ নম্বরে লিগ শেষ করেছে দলটি। তাতেই কোচকে বরখাস্ত করে টটেনহ্যাম।

এক বিবৃতিতে টটেনহ্যাম জানিয়েছে, ‘পুনর্মূল্যায়ন এবং গভীর পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাঞ্জ পোস্তেকোগলুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। টটেনহামের ইতিহাসে মাত্র তৃতীয় কোচ হিসেবে ইউরোপিয়ান ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন অ্যাঞ্জে।’

কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘দীর্ঘসময় পর শিরোপা জেতার সুযোগ করে দেওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ। তবে ক্লাবের বোর্ড সর্বসম্মতিক্রমে মনে করেছে, আমাদের ভবিষ্যৎ সফলতার জন্য এখন পরিবর্তন জরুরি।’

বরখাস্ত হওয়ার প্রতিক্রিয়ায় পোস্তেকোগলু এক বিবৃতিতে বলেছেন, ‘টটেনহাম হটস্পারের ম্যানেজার হিসেবে আমার সময়টাকে ফিরে দেখলে গর্ব অনুভব করি। ইংল্যান্ডের একটি ঐতিহাসিক ক্লাবের দায়িত্ব পালন করতে পারা এবং তাকে আবারও গৌরবের পথে ফেরানোর সুযোগ পাওয়া—এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এটা আমি কখনো ভুলতে পারব না।’

এমআই