Advertisement
Us Bangla Airlines
‘ক্লাবের সর্বোচ্চ ট্রফির চেয়ে পর্তুগালের হয়ে জেতা বড় বিষয়’

‘ক্লাবের সর্বোচ্চ ট্রফির চেয়ে পর্তুগালের হয়ে জেতা বড় বিষয়’

খেলা ডেস্ক

০৯ জুন ২০২৫, ১৩:৩১

জমজমাট লড়াইয়ের শেষ হাসিটা পর্তুগালের। ম্যাচে দুইবার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নিজেদের ধরে রাখতে পারেনি স্পেন। তাতে ৯০ মিনিটের খেলা গড়ায় ১২০ মিনিটে। তাতেও নির্ধারণ হয়নি ফলাফল। ফলে টাইব্রেকারের মাধ্যমে দুই দলের শিরোপা ভাগ্য পরীক্ষা করে ম্যাচ রেফারি।

গতকাল রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে হারায় পর্তুগাল। তাতে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে এই শিরোপা জিতেছিল তারা।

২৩ বছরের ক্লাব ফুটবল ক্যারিয়ারে ছোট-বড় মিলিয়ে ৩২টি ট্রফি জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে এটা তৃতীয় শিরোপা তার। দুই নেশনস লিগের পাশাপাশি পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই তারকা ফুটবলার।

ক্লাবের হয়ে ২৯টি ট্রফি জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে জাতীয় দলের হয়ে জেতা শিরোপাকে সবকিছু থেকেই এগিয়ে রাখতে চান ৪০ বছর বয়সী এই ফুটবলার। গতকাল (রোববার) দিবাগত রাতে সংবাদমাধ্যমে জয়ের অনুভূতি প্রকাশ করেছেন এই তারকা।

জাতীয় দলের হয়ে শিরোপা জেতা নিয়ে রোনালদো বলেন, ‘পর্তুগালের হয়ে জেতাটা সব সময়ই বিশেষ কিছু। আমার ক্লাবের হয়ে অনেক ট্রফি আছে। কিন্তু পর্তুগালের হয়ে জয় পাওয়ার চেয়ে বড় কিছুই নেই। এই যে চোখে জল আসা, কর্তব্য পালন করা...এসবেই অনেক আনন্দ।’

চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে গতকাল গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৬১ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ওঁত পেতে থাকা এই ফরোয়ার্ড ডান পায়ের জাদুতে গোল করে পর্তুগালকে ২-২ সমতায় ফেরান। এরপর ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো।

অস্বস্তি নিয়ে মাঠে খেলতে নেমে রোনালদো বলেন, ‘ম্যাচের আগে গা গরমের সময়ই কিছুটা অস্বস্তি ছিল। কিছুটা সময় খারাপ লাগছিল। তবে এটা জাতীয় দলের ম্যাচ। খেলার জন্য আমার পা ভাঙতে হলে ভাঙুক। আমাকে ট্রফি জিততে হবে, খেলতে হবে, নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। কারণ এটা আমার দেশের জন্য।’

এমআই