
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখাল বোটাফোগো!
খেলা ডেস্ক
২০ জুন ২০২৫, ১০:২৬
মাঠে বল দখল ও আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু আসল কাজটা সেরেছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। ফিফা ক্লাব বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমকই দেখালো তারা।
সবুজ গালিচায় সম্প্রতি দুর্দান্ত সময় কাটিয়েছে এমবাপ্পে, মেসিদের সাবেক ক্লাব পিএসজি। চ্যাম্পিয়নস লিগে চলতি মাসের শুরুতে ইন্টার মিলানকে উড়িয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে লিগ ওয়ানের ক্লাবটি। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় ম্যাচে এসেই ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাব বোটাফোগোর কাছে হার দেখেছে তারা। বল দখল ও আক্রমণে ম্যাচের পুরো সময় আধিপত্য দেখিয়েছিল পিএসজি। পাসের সংখ্যা, মাঠের নিয়ন্ত্রণ—সব দিক থেকেই ছিল ফরাসি জায়ান্টের দাপট। তবে প্রথমার্ধে গোল হজম করার পর আর পরিশোধ করতে পারেনি আশরাফ হাকিমির দল।
ম্যাচের ৩৬তম মিনিটে বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন। ডান পাশ থেকে আসা চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি। এরপর রক্ষণভাগে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বোটাফোগোর ডিফেন্ডাররা। তাতে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পিএসজি।
ম্যাচের গতিপথ পরিবর্তনে ৫৬ মিনিটে একযোগে চারজন খেলোয়াড় বদল করেন পিএসজি কোচ। মাঠে নামেন নুনো মেন্ডেস, ব্র্যাডলি বারকোলা, ফাবিয়ান রুইজ ও ওয়ারেন জায়র-এমেরি। তাতে পিএসজির আক্রমণ জোর পেলেও কাজে লাগেনি। ফলে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় পিএসজিকে।
বোটাফোগোর গোলরক্ষক জন ভিক্টর দুটি সেভ করে দলের ক্লিন শিট নিশ্চিত করেন। অপরদিকে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ৩টি শট রক্ষা করেন। পিএসজি মোট ১৬টি শট নিলেও গোলমুখে ছিল মাত্র ২টি। অন্যদিকে বোটাফোগো ৪টি শট নেয় এবং তার সবকটিই ছিল অন টার্গেটে। এটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে পিএসজি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই পিএসজির সামনে।
এমআই