Advertisement
Us Bangla Airlines
বাফুফের ট্রায়ালে কমছে প্রবাসী ফুটবলারের সংখ্যা

বাফুফের ট্রায়ালে কমছে প্রবাসী ফুটবলারের সংখ্যা

খেলা ডেস্ক

২৭ জুন ২০২৫, ২১:৩৪

জাতীয় স্টেডিয়ামে ৫২ জন ফুটবলারের ট্রায়ালে অংশ নেওয়ার কথা জানিয়েছিল বাফুফে। আজ বিকেলে ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ৪৩ জন উপস্থিত ছিলেন। পাঁচজন কাতারের দোহা থেকে ঢাকার পথে আসছেন। ফলে ট্রায়ালে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৪৮ জন।

ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ এই ট্রায়াল প্রক্রিয়ায় সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ৫২ থেকে সংখ্যা কমার কারণ হিসেবে তিনি বলছেন, ‘সম্প্রতি দুইজন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। মধ্যপ্রাচ্যে ফ্লাইট সংকটের জন্য একজনের রিশিডিউল হয়েছে। পাঁচজন সেখানে আটকে ছিল ফ্লাইট বন্ধ থাকায়। তারা এখন দোহা থেকে ঢাকার পথে রয়েছে।’

আজ ওরিয়েন্টেশনে থাকা ৪৩ জনের মধ্যে ৪১ জন সাকিব মাহমুদের মাধ্যমে এসেছেন। পথে থাকা পাঁচজনের মধ্যে তিনজনও তার মাধ্যমে আসছেন। বাকিরা নিজ উদ্যোগে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে এসেছেন। শুরু থেকেই সাকিব মাহমুদের সঙ্গে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ রাখছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। 

সামিত সোমসহ যাদের নিয়ে খেলতে নামছে বাংলাদেশ

৩০ জুন ট্রায়াল শেষে নির্বাচিত বা সম্ভাব্য যোগ্যদের তালিকা কখন প্রকাশ হবে—এ নিয়ে ফুটবলাঙ্গনে কৌতূহল রয়েছে। আজ জাতীয় স্টেডিয়ামে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অপেক্ষার কথাই শোনালেন, ‘আমাদের টেকনিক্যাল বিভাগের কাছে ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের তথ্য, ভিডিও থাকবে। আমাদের কোচদের যখন প্রয়োজন হবে তখন সেই তথ্যের ভিত্তিতে খেলোয়াড়দের ডাকবে।’

ফাহাদ করিমের এই উত্তর ধোঁয়াশা লেগেছে ইংল্যান্ড থেকে আসা এক ফুটবলারের অভিভাবকের কাছে। তিনি জাতীয় স্টেডিয়ামে প্রশ্নকারী সাংবাদিককে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমারও একই প্রশ্ন। ইংল্যান্ড ফেরার সময় জানা উচিত আমার সন্তান বাফুফের বিবেচনায় আছে কি না। ফলাফল কখন পাব, সেটি স্পষ্ট নয়।’

দেশের মাটিতে হামজার সঙ্গে অভিষেক হচ্ছে ফাহামিদুলের

ইংল্যান্ড থেকে আসা এই অভিভাবকের মতো ট্রায়ালে অংশ নেওয়া অনেক ফুটবলার ও অভিভাবকের সঙ্গে খোদ সমন্বয়ক সাকিব মাহমুদও বিষয়টি নিয়ে স্পষ্ট নন, ‘আসলে এটি কঠিন ও যৌক্তিক প্রশ্ন। বাফুফে কখন এবং কীভাবে এটি প্রকাশ করবে, সেটা এখনো জানায়নি।’

ক্লাব বা জাতীয় পর্যায়ের যেকোনো ট্রায়ালের পরই ফুটবলাররা সাধারণত জানতে পারেন তিনি প্রাথমিক বিবেচনায় আছেন কি না। ট্রায়ালের পরপরই অনেকে ইংল্যান্ড, আমেরিকা, ইতালির মতো দূর দেশে ফিরে যাবেন। ফেরার আগে তারা ফলাফল না জানতে পারলে একটা সংকোচ নিয়েই রওনা হবেন, পাশাপাশি সামনের পরিকল্পনা করতেও সংকটে পড়বেন।

এমআই