
দেশের ফুটবলে বিচিত্র ঘটনা, ম্যাচের মাঝেই বদলে গেল ভেন্যু!
খেলা ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৮:২৯
অদ্ভূত ঘটনার সাক্ষী হলো দেশের ফুটবল। ম্যাচের মাঝপথেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে এমন বিচিত্র ঘটনা ঘটেছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ দুই ভেন্যুতে হওয়ার ঘটনা নেই। ফুটবল বিশ্বে আছে কি না দেখার বিষয়। তবে তেমন আশ্চর্যজনক ঘটনার জন্ম দিয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ বিকেল তিনটায় বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরু হয়েছিল। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। এরপর বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও মাঠ খেলার অনুপযুক্ত ছিল। তাতেই সিদ্ধান্তে আসে বদল।
দুই দলের সঙ্গে আলোচনা করে ম্যাচের নতুন ভেন্যু নির্ধারণ করা হয়। কিংস অ্যারেনার অনুশীলন মাঠে পৌনে সাতটায় এই ম্যাচের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে। কিংস অ্যারেনার অনুশীলন মাঠ অতি নিকটবর্তী স্টেডিয়ামের। সেটা টার্ফের হওয়ায় সেখানে পানি জমে না। অস্ট্রেলিয়ার মতো দলও সেখানে অনুশীলন করেছে।
এদিকে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন শান্তি মার্ডি। ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনোমতে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে ভেন্যুতে পরিবর্তন এসেছে। কিংস অ্যারেনার কাদা মাখা মাঠ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।
এমআই