Advertisement
Us Bangla Airlines
ঋতুপর্ণার দুর্দান্ত গোলে জিতলো দল

ঋতুপর্ণার দুর্দান্ত গোলে জিতলো দল

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৫, ২২:২২

ভুটান নারী ফুটবল লিগে আজ ট্রান্সপোর্ট উইনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল পারো এফসি। সেই ম্যাচে পারো ৩-১ গোলে জয়লাভ করেছে। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। 

ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। পারো এফসিতে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুসিমা। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক রুপ্নার পোস্টে আজ তিন বার বল প্রবেশ করেছে। তিন বারই রুপ্নাকে পরাস্ত করেছেন বাংলাদেশের দুই ফুটবলার। পারোর হয়ে ঋতুপর্ণা জোড়া গোলের পাশাপাশি মনিকা চাকমা এক গোল করেন। 

ম্যাচের প্রথমার্ধে এক গোল করেন ঋতু। ট্রান্সপোর্টও এক গোল দেয়ায় প্রথমার্ধ ১-১ সমতা হয়। দ্বিতীয়ার্ধে মনিকা চাকমার গোলে পারো এফসি লিড পায়। ৮১ মিনিটে বক্সের বা পাশ থেকে দর্শনীয় গোল করেন ঋতু। এতে পারোর জয় সুনিশ্চিত হয়। পাশাপাশি ম্যাচ সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা।

ভুটান লিগে অনেক ম্যাচই একপেশে হয়েছে। তবে আজকের ম্যাচটি হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচসেরা ফুটবলার হয়ে ঋতু বলেন, ‘ম্যাচটি অনেক কঠিন ছিল। টিমমেটরা সহায়তা করায় গোল পেয়েছি এবং ম্যাচ সেরা হয়েছি। দল জিতেছে এজন্য অনেক খুশি।’

এমআই