Advertisement
Us Bangla Airlines
ইয়ামালকে নিয়ে মন্তব্য করতে ১৫ বছর সময় চান গার্দিওলা

ইয়ামালকে নিয়ে মন্তব্য করতে ১৫ বছর সময় চান গার্দিওলা

খেলা ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ২০:২৮

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের প্রতিভায় মুগ্ধ বিশ্ব ফুটবল। সম্প্রতি ১৮ বছর বয়সে পা রাখা এই ফুটবলার নিজের দক্ষতায় ইতোমধ্যে বিশ্ব মাতিয়েছেন। জাতীয় দল, ক্লাব ফুটবলের হয়ে নানান শিরোপার স্বাদ নিয়েছেন। প্রতিভায় দুর্দান্ত ইয়ামালকে প্রায়ই লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন বিশ্লেষকেরা।

বিশ্ব ফুটবলের মহাতারকা মেসিও ইয়ামালকে বর্তমান যুগের সেরা তরুণ ফুটবলার হিসেবে মানছেন। এমনকি ইয়ামাল নিজের বর্তমান ফর্ম ক্যারিয়ারের শেষ পর্যন্ত ধরে রাখলে সেরাদের সেরা হয়ে ওঠবেন বলেও বিশ্বাস করেন মেসি। তবে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা পছন্দ নয় ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে গার্দিওলা বলেন, ‘আমার মনে হয়, আমাদের লামিন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। যখন সে ১৫ বছর ধরে খেলবে, তখন আমরা বলব সে ভালো নাকি খারাপ। এখন তার ক্যারিয়ার গড়তে দিন। আর মেসির সঙ্গে তার তুলনা করা হচ্ছে, এটা বড় ব্যাপার।’

উদাহরণ টেনে ম্যানসিটির কোচ বলেন, ‘কোনো চিত্রশিল্পীকে যদি ফন খকের সঙ্গে তুলনা করা হয়, সবাই বলবে, ওয়াও, সে খারাপ নয়, এটা তার ভালো হওয়ার লক্ষণ। আর ওই তুলনাই তার ভালো হওয়ার ইঙ্গিত দেয়। তবে আমাদের তার ক্যারিয়ার গড়তে দিতে হবে। এরপর দেখব কি হয়।’

বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠেছেন ইয়ামাল। যেখান থেকে নিজের সামর্থ্য দেখিয়ে কাতালান ক্লাবটির মূল দলে ১৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন ইয়ামাল। বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৫ বছর ২৯০ দিন) ফুটবলার হিসেবে মূল দলের হয়ে মাঠে নামার রেকর্ড ইয়ামালের।

এমআই