Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের সেরা অভিজ্ঞতার গল্প শোনালেন কিউবা মিচেল

বাংলাদেশের সেরা অভিজ্ঞতার গল্প শোনালেন কিউবা মিচেল

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৩:১০

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর গেল মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে হামজার নাম লেখানোর পরেই দেশের ফুটবলে প্রবাসীদের ভিড় জমেছে। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলতে ইতোমধ্যে সব কার্যক্রম সেরেছেন কিউবা মিচেল।

বাংলাদেশ ফুটবলের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক না হলেও বর্তমানে তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। জাতীয় দলে খেলার আগেই প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইতোমধ্যে বসুন্ধরার জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলারের।

হামজা-সোমিতের পর আসছেন কিউবা, কী তার পরিচয়

গত ১২ আগস্ট কাতারে এফসি চ্যালেঞ্জ কাপে অভিষেক হয়েছে তার। অভিষেক ম্যাচ ১-০ ব্যবধানে জিতে বাংলাদেশে ফিরেছেন কিউবা মিচেল। লাল-সবুজের দেশে ফিরে নিজের সেরা অভিজ্ঞতার গল্প শোনালেন এই মিডফিল্ডার।

কিউবা মিচেল বলেন, ‘প্রথম অনুশীলনের দিনটা। একাডেমির খেলোয়াড়রা অনুশীলন করছিল, ছবি তুলতে এসেছিল। এটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। কারণ আমি নিজেও একসময় একাডেমির খেলোয়াড় ছিলাম। তাদের মধ্যে একজন আমাকে তার আদর্শ ও রোল মডেল হিসেবে দেখে বলেছিল, তো এটা ভালো লেগেছে।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে রয়েছে বাংলাদেশের পুরুষ ফুটবল দল। এমন একটা দলের পক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করা যে কতটা কঠিন- সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরও কিউবার স্বপ্ন দেখতে বাধা নেই। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের দলটা গড়ে উঠছে, একসঙ্গে থাকলে সব সম্ভব।’

এমআই