Advertisement
Us Bangla Airlines
সাত বছরের বড় বান্ধবীকে নিয়ে প্রকাশ্যে ইয়ামাল!

সাত বছরের বড় বান্ধবীকে নিয়ে প্রকাশ্যে ইয়ামাল!

খেলা ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ২১:২৬

গেল এক মাস ধরেই ইয়ামালের নারী বান্ধবী নিয়ে চলছিল নানান গুঞ্জন। আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা ফুটবলার। এবার গুঞ্জনের আগুনে যেন ঘি ঢাললেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বান্ধবী নিকির ২৫তম জন্মদিনের বিশেষ দিবসে ছবি প্রকাশ করেন তিনি।

আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের জন্মদিন আজ। ইয়ামালের সঙ্গেই জন্মদিনের বিশেষ মুহূর্ত কাটিয়েছেন তিনি। বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল আজ ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে কোমর জড়িয়ে ধরে হাসিমুখে বসে আছেন ইয়ামাল।

ছবিতে দেখা যায়, টেবিল জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি। রোমান্টিক আমেজ আরও বাড়িয়ে দেয় পেছনে সাজানো বিশাল গোলাপের তোড়া। আর ইনস্টাগ্রামে ছবির সঙ্গে কয়েকটি ‘লাভ’ ইমোজি জুড়ে দেন। তাতেই যেন ভালোবাসার সম্পর্ক স্পষ্ট করে দিলেন এই স্প্যানিশ ফুটবলার। 

ইয়ামালের চেয়ে বয়সে সাত বছরের বড় নিকি নিকোল। পুরো গ্রীষ্মের বড় অংশ একসঙ্গেই কাটিয়েছেন ভিন্ন জগতের এই দুই তারকা। গত সপ্তাহেই জানা যায়, তারা মোনাকোতে একটি রোমান্টিক ভ্রমণে গিয়েছিলেন। তার কিছুদিন আগেই নিকি উপস্থিত ছিলেন গ্যাম্পার স্টেডিয়ামে, যেখানে ইয়ামালের নৈপুণ্যে বার্সা ২–০ গোলে জিতেছিল। 

ফ্রেঞ্চ রিভিয়েরায় থাকার সময় তাঁরা ছিলেন বিলাসবহুল হোটেল দ্য মোবর্ন রিভিয়েরা-তে, যেখানে এক রাতের ভাড়া ২৭০০ ইউরো। এর বাইরে আরও ইঙ্গিত মিলেছিল—গত জুলাইতে ইয়ামালের বিতর্কিত জন্মদিন পার্টিতে নিকি ছিলেন অতিথিদের একজন। সেই মাসেই এক নাইটক্লাবে তাঁদের চুম্বনের ছবিও প্রকাশ্যে আসে। 

এমআই