ভারত ম্যাচে খেলতে পারবেন তো হামজা?
খেলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৪
জাতীয় স্টেডিয়ামে গতকাল যেন একাই আলো ছড়ালেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে টানা দুই গোল—একটি বাইসাইকেল কিক, অন্যটি পেনাল্টি থেকে দুর্দান্ত পানেনকা। পিছিয়ে পড়া ম্যাচে বাংলাদেশকে একাই এগিয়ে দিয়েছিলেন ডিফেনসিভ মিডফিল্ডার রোলে খেলা হামজা চৌধুরী।
মাঠ মাতানো সেই নায়কই মুহূর্তেই বদলে গেলেন দুশ্চিন্তার কেন্দ্রে। ম্যাচের ৮০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তেই প্রশ্নটা সামনে এসে দাঁড়াল—ভারত ম্যাচে তাহলে খেলতে পারবেন তো হামজা? ম্যাচ শেষে হামজাকে নিয়ে অবশ্য সুখবর দিয়েছেন দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।

সমর্থকদের দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে ম্যাচ শেষে হামজাকে নিয়ে তিনি বলেন, ‘না, হামজার চোটে বড় কোনো সমস্যা নেই। হালকা মাংসপেশিতে চোট লেগেছে মাত্র। ভারত ম্যাচ নিয়ে কোনো সন্দেহ নেই। সব ঠিক থাকলে ভারত ম্যাচে শুরুর একাদশেই পাওয়া যাবে থাকে।’
অবশ্য সময়ের দিক থেকেও স্বস্তি পাচ্ছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠতে অন্তত তিন দিন সময় পাবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার। আগামী ১৮ নভেম্বর এই জাতীয় স্টেডিয়ামেই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ ভারত।
চোট পাওয়ার আগে অবশ্য সমর্থকদের মন কেড়েছেন হামজা। জামাল ভূঁইয়ার নিখুঁত ক্রস থেকে ৪৬ মিনিটে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে স্টেডিয়ামে আগুন ধরান হামজা। ঠিক চার মিনিট পর পেনাল্টি আদায় করলে সেখানেও নিলেন দায়িত্ব—শান্ত পানেনকা পেনাল্টিতে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠালেন জালে।

সব মিলিয়ে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ বাঁকটা এসে গেল ৮০ মিনিটে। মাংসপেশিতে টান অনুভব করেই মাঠ ছেড়ে সরাসরি ডাগআউটে গিয়ে আইসপ্যাক লাগাতে হয় তাকে। এরপরই অতিরিক্ত মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ।
ফের অতিরিক্ত সময়ে গোল খাওয়ায় আবারও জয়টা হাতছাড়া করল হামজারা। এমনকি নেপালের বিপক্ষে ৫ বছর ধরে জয় না পাওয়া লাল-সবুজ প্রতিনিধিদের অপেক্ষাটা আরও তীব্র হয়েছে।
এমআই