ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল!
খেলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ১৪:৫০
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে রীতিমতো গোলঝড় বইয়ে দিচ্ছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে হারাল লাল-সবুজের দল। আট গোল হলেও কেউ অবশ্য হ্যাটট্রিকের দেখা পাননি। রিফাত ও অপু জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত কাট-ব্যাক ধরে অপুর দারুণ প্লেসিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ২৩ মিনিটে রিফাত দুই ডিফেন্ডার কাটিয়ে অসাধারণ শটে নিশ্চিত করেন দ্বিতীয় গোল।
এরপর রিদুয়ানের ছোঁয়ায় সাজানো আক্রমণে ফয়সালের গোল। তখনই ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। মাত্র এক মিনিট পর মানিকের দূরপাল্লার বুলেট শটে স্কোরলাইন হয় ৪-০। বিরতির পরও কমেনি চাপ। দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস ধরে অপু করেন নিজের দ্বিতীয় গোল।
৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ফিরিয়ে দিলেও রিবাউন্ডে রিফাত পূর্ণ করেন নিজের জোড়া গোল। দুই মিনিট পর ব্রুনাই ডিফেন্সে বিশৃঙ্খলার সুযোগে আলিফের শট—স্কোরলাইন ৭-০। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ ফিনিশিংয়ে আট গোল পূর্ণ করে বাংলাদেশ।
বড় জয়ে সন্তুষ্ট অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে বলেই এমন জয়। সবাইকে অভিনন্দন। আমরা চাই, এই ধারাবাহিকতা পরের ম্যাচেও বজায় থাকুক।’
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে খেলবে মূল পর্বে।
২৬ নভেম্বর বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে চীন ও বাহরাইনকে।
এমআই