
বাংলাদেশে খেলতে আসার অপেক্ষায় হামজা চৌধুরি
খেলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৯
বাংলাদেশ ফুটবলে গত কয়েকদিনের আলোচনার বিষয় হামজা চৌধুরি। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠ মাতানো এ ফুটবলার শিগগিরই আসছেন বাংলাদেশে। ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তার। হামজা নিজেও বাংলাদেশে আসতে মুখিয়ে আছেন। ইংল্যান্ডে তার পরিবারের সাথে দেখা করে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
গতকাল লেস্টার সিটি স্টেডিয়ামে হামজা চৌধুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি এবং ফুটবল অভিভাবক সংস্থার আরেক সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। খেলার পর বাফুফে কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন হামজা ও তার পরিবার।
হামজা গতকালের ম্যাচ খেলতে পারেননি। খেলার পর হামজা স্টেডিয়ামেই পরিবার ও বাফুফে কর্তাদের সময় দিয়েছেন। হামজা ইংল্যান্ডে খেললেও তার মধ্যে বাঙালিপনায় মুগ্ধ হয়েছেন বাফুফে কর্তারা, ‘হামজা ইংল্যান্ডে বেড়ে উঠলেও তার মধ্যে বাঙালিপনা আছে। আমাদের সঙ্গে মাঝে-মধ্যে বাংলাতেও কথা বলেছে। তারা বাবা-মা তাকে বাঙালি আবহেই বড় করেছেন ইংল্যান্ডে।’
হামজার বাবা-মা দুই জনেরই স্বপ্ন– তার ছেলে বাংলাদেশের জার্সি পরে খেলবে। সেই স্বপ্নের খুব দোরগোড়ায় হামজা। সকল আনুষ্ঠানিকতা শেষ, এখন শুধু মাঠে নামারই অপেক্ষা। এই তর সইছে না হামজারও। বাফুফে সদস্য সবুজ বলেন, ‘সে বাংলাদেশে আসার জন্য খুবই মুখিয়ে রয়েছে। বাংলাদেশ দলের মার্চের ম্যাচ ভারতের বিপক্ষে, এটি তিনি জানেন। বাংলাদেশে এসে একদিন তিনি গ্রামের বাড়িতেও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো অত্যন্ত পেশাদার। জাতীয় দলের ম্যাচের সময় ক্লাব-ফেডারেশন দ্বন্দ্বও হয়। তাই চাইলে বাংলাদেশ হামজাকে ক্যাম্পের শুরু থেকে সব সময় পাবে না। এই বাস্তবতা মেনেই বাফুফে সভাপতি হামজার পরিবারককে আশ্বস্ত করেছেন, ‘বাফুফের পক্ষ থেকে যতটুকু করার হামজার জন্য পুরোটাই করা হবে। হোটেল, বিমানসহ অন্যান্য বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতাই দেখাবে বাফুফে।’
এমআই