
গোল না করেও কেন আলোচনায় ভিনিসিয়ুস
খেলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬
ফুটবল জগতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই রোনালদোর পুরনো প্রেম রিয়াল মাদ্রিদে খেলেন এই ফুটবলার। রোনালদোর মতো ক্লাবটির হয়ে অনেকগুলো শিরোপা জেতার লক্ষ্য ভিনিসিয়ুসের। ফুটবল জগতের এই উঠতি তারকাকে প্রায়ই নানান টিপস দিয়ে থাকেন রোনালদো।
শিষ্যের প্রতি রোনালদোর অগাধ ভালোবাসা দেখা গেছে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভিনিসিয়ুসকে ফুটবলের নোবেল খ্যাত “ব্যালন ডি’অর” পুরস্কার না দেওয়ায় ব্যালন কর্তৃপক্ষকে ধুয়ে দিয়েছিলেন পর্তুগিজ তারকা। রোনালদোর মতে, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি বেশি প্রাপ্য ছিল ভিনিসিয়ুসের।
ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার প্রায় ৪ মাস পার হয়েছে। এরপর গতকাল প্রথমবার ইতিহাদের মাটিতে খেলতে গিয়েছিলেন ভিনিসিয়ুস। ম্যানচেস্টার সিটির সমর্থকেরা খোঁচা দিয়েই ভিনিসিয়ুসকে বরণ করেছিলেন। সেটাও সেই ব্যালন ডি’অর ইস্যু নিয়ে। ব্রাজিলিয়ান তারকাকে উদ্দেশ্য করে সিটি সমর্থকেরা বিশাল ব্যানারে লিখেছিলেন ‘স্টপ ক্রাইং ইউর হার্ট আউট।’ বাংলায় খুব কাছাকাছি অর্থ হতে পারে, কেঁদেকেটে বুক ভাসিও না!
শুধু তাই নয়, গ্যালারিতে বসে ভিনিসিয়ুসকে বেশ জ্বালিয়েছেন সিটি ভক্তরা। ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান মিড ফিল্ডারকে তাক করে একবার সুর তুলেছিলেন ‘তোমার ব্যালন ডি’অর কই! তোমার ব্যালন ডি’অর কই!’। প্রতিপক্ষ ভক্তের কটাক্ষের সাময়িক জবাব অবশ্য দিয়েছিলেন ভিনি। রিয়ালের জার্সির বাহুতে খোদাই করা ‘১৫’ সংখ্যাটি আঙুল দিয়ে দেখিয়েছেন। হয়তো বুঝিয়েছেন, ‘আমার ব্যালন ডি’অর না থাকতে পারে, কিন্তু আমার দলের ১৫ চ্যাম্পিয়নস লিগ জয়ের গর্ব আছে।’
সিটি সমর্থকদের আসল জবাবটা দিয়েছেন পারফরম্যান্সে। নিজের নামে গোল না থাকলেও প্রতিপক্ষের কোর্টে ছড়ি ঘুরিয়েছেন এই ফুটবলার। ভিনির টানা আক্রমণে এগিয়ে থাকা সিটিও শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। পুরো ম্যাচে ৪৪ বার বল স্পর্শ করে ৫টি সুযোগ তৈরি করেছেন ভিনি, যা দুই দলের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে দুটি ছিল পরিষ্কার গোলের সুযোগ। গোল করিয়েছেন একটি আর সফল ড্রিবলিং ৫ বার। পোস্টেও মেরেছেন বল, যেটা আরেকটু নিচে থাকলেই সিটি সমর্থকদের প্রতি জবাবটা বুক ফাটা আর্তনাদের মতো হত।
ভিনির দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো ৯০ মিনিটের মধ্যেই সিটিকে হারায় রিয়াল মাদ্রিদ। তবে গোর্দিওলার শিষ্যদের এভাবে বোকা বনে পাঠানোর উৎস গ্যালারির সেই ব্যানার। খোঁচা মারা সেসব শব্দমালায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুরো ম্যাচেই তেতেছিলেন। ম্যাচ শেষে যার গল্পও শুনিয়েছিলেন এই ফুটবলার।
— Judedine Bellindane (@BeIIinghamShow) February 11, 2025
মুভিস্টারকে ভিনি বলেন, ‘ব্যানারটি দেখেছি। প্রতিপক্ষ সমর্থকেরা এমন কিছু করলে, সেগুলো আমাকে ভালো খেলার জন্য আরও বেশি করে শক্তির জোগান দেয় এবং এখানে আমি সেটাই করেছি।’
রিয়াল কোচ আনচেলত্তির ভাবনাও আলাদা নয়, ‘জানি না ভিনি ওটা (ব্যানার) দেখেছে কি না। কিন্তু ম্যাচ দেখে মনে হচ্ছে, সে ওটা দেখে থাকলে সেটা বড় প্রেরণা হিসেবে কাজ করেছে।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে অনেকটা এগিয়েও গেল রিয়াল মাদ্রিদ। ১৯ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের ফিরতি লেগের ম্যাচটা যে লস ব্লাঙ্কোদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানেও নতুন খোঁচার সম্মুখীন হতে পারে ভিনি-বেলিংহামরা। তবে সেই খোঁচাকে কীভাবে জবাব দিবেন, সেটাই দেখার বিষয়।
এমআই