Advertisement
Us Bangla Airlines
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে ম্যাচ রেফারি

মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে ম্যাচ রেফারি

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০

বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন। গেল বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) মুখোমুখি হয়েছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি ও স্পোর্টিং ক্যানসাস সিটি। যেখানে মেসির দারুণ গোলে জয় পায় মায়ামি।

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসিদের ম্যাচটি শেষ হওয়ার পর ঘটে এক ব্যতিক্রমী ঘটনা। আর্জেন্টাইন জাদুকরের কাছে কিছু একটা চেয়ে বসেন ম্যাচটির রেফারি মার্কো আন্তোনিও ওরতিস নাভা। অনুমাননির্ভর এক তথ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, মেসির কাছে জার্সি চেয়েছেন সেই রেফারি। তবে আসল খবর হলো, আর্জেন্টাইন ফরওয়ার্ডের কাছে অটোগ্রাফ চেয়েছিলেন তিনি।

রেফারির এমন ঘটনায় আলোচনার মহড়া চলেছে ফুটবল পাড়ায়। এমনকি নির্দিষ্ট দলের খেলোয়াড়ের কাছে এমন আবদারের ঘটনা একজন রেফারির জন্য সাংঘর্ষিক আচরণবিধি বলে সমালোচনা করেছেন অনেকে। এবার সেই রেফারিকে শাস্তি দিয়েছে কনক্যাকাফ টুর্নামেন্ট কর্তৃপক্ষ। শৃঙ্খলাভঙ্গের কারণে রেফারিকে শাস্তি দেওয়ার বিষয়টি জানিয়েছে কনক্যাকাফের এক মুখপাত্র।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গতকাল (বুধবার) রাতে স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির মধ্যে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ শেষে রেফারি মার্কো আন্তোনিও ওরতিস নাভা ও লিওনেল মেসির ঘটনা সম্পর্কে অবগত আছে কনক্যাকাফ। তদন্ত করে কনক্যাকাফ জানতে পেরেছে যে, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন একজন সদস্যের জন্য একটি অটোগ্রাফ চেয়ে ফুটবলারের কাছে অনুরোধ করেছিলেন রেফারি।’

এমন ঘটনার পেছনে মানবিক কারণ থাকেলেও আচরণবিধি ভঙ্গে রেফারিকে কোনো ছাড় দিতে চাননি কনক্যাকাফ। টুর্নামেন্ট আয়োজকের সেই মুখপাত্র বলেন, ‘ম্যাচ অফিসিয়ালদের জন্য কনফেডারেশনের আচরণবিধি ও এই ধরনের অনুরোধের ক্ষেত্রে বিদ্যমান যে প্রক্রিয়া, সেটির সঙ্গে রেফারির এই আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়। রেফারি নিজের ভুল বুঝতে পেরেছেন, ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং কনক্যাকাফের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।’

এমআই