
শেফিল্ড থেকে কত টাকা পারিশ্রমিক পান বাংলাদেশের হামজা?
খেলা ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫
দেশের ক্রীড়াঙ্গনে হামজা চৌধুরীর নাম দীর্ঘদিনের। ইংলিশ প্রিমিয়ার লিগে দাপিয়ে বেড়ানো হামজা মূলত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। নাগরিক সূত্রে হামজা বাংলাদেশের হওয়ায় টাইগারদের ক্রিকেট নিয়ে ভালো খোঁজ রাখতেন। বিদেশে বসেও বাংলাদেশের জন্য গলা ফাটাতেন। এমনকি লাল-সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করার কথাও একাধিকবার জানিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হামজাকে নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্প্রতি নিয়ম-নীতির সব পালাবদল সামলে বাংলাদেশের জাতীয় দলের হয়ে নাম লেখান হামজা। সব ঠিক থাকলে আগামী মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম খেলতে নামবেন তিনি।
বাংলাদেশে খেলতে আসার আগে অবশ্য প্রিমিয়ার লিগের দল পাল্টিয়েছেন হামজা। শৈশবের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। তবে নতুন ক্লাবে যোগ দেওয়া হামজা বাকিদের তুলনায় পারিশ্রমিক পান সবচেয়ে বেশি।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘গোল ডট কম’ এর দেয়া তথ্যমতে, শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন হামজা। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে যা প্রায় ৪০ কোটি টাকা। হামজার পরেই ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ বেতন ডিফেন্ডার রব হোল্ডিংয়ের। তার বেতন হামজার চেয়ে ২ লাখ ৬০ হাজার পাউন্ড কম। যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ বেতন বেন বেরেনটন দিয়াজ ও রিয়ান ব্রুস্টারের। দুজনেরই বেতন ১৮ লাখ ২০ হাজার পাউন্ড।
বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের টেবিলে দুইয়ে আছে হামজার শেফিল্ড। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার ভালো সম্ভাবনা আছে ক্লাবটির। সেক্ষেত্রে বাংলাদেশি মিডফিল্ডারের সঙ্গে চুক্তিটাও স্থায়ী করে নিতে পারে ইংলিশ ক্লাবটি। ইতোমধ্যে ক্লাবটির হয়ে চারটি ম্যাচ খেলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি হামজা।
এমআই