
বাংলাদেশের হয়ে মাঠে নামার সময় জানালেন হামজা চৌধুরী
খেলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৪
বাংলাদেশ ফুটবল আঙ্গিনায় বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর জন্য সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন করেছেন। তবে লাল-সবুজের জার্সিতে হামজাকে ঠিক কবে পাওয়া যাবে, এ বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সম্প্রতি হামজার ক্লাব লেস্টার সিটিতে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সাক্ষাৎ শেষে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল, এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। এমনকি বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা হামজাকে মার্চে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ধোঁয়াশায় থাকা এই প্রশ্নের জবাব এবার নিজেই জানিয়েছেন হামজা। ইংল্যান্ডে এক সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেছেন, ‘জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব…।’
সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। হামজা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয়। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিচ্ছে। ইনশাআল্লাহ, আমি বাংলাদেশে সফল হব।’
প্রসঙ্গত, লেস্টারের অ্যাকাডেমিতে ফুটবলের হাতেখড়ি পেয়েছিলেন হামজা চৌধুরী। এরপর জায়গা করে নিয়েছিলেন মূল দলেও। ক্লাবটির এফএ কাপ, কমিউনিটি শিল্ডসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
এমআই