
লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশি হামজা
খেলা ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৩
দেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সিতে খেলার জন্য ইতোমধ্যে সব আনুষ্ঠানিকতা সেরেছেন এই ফুটবলার। সব ঠিক থাকলে আগামী র্মাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলবেন হামজা। তবে এর মধ্যেই হামজাকে নিয়ে উঠেছিল গুঞ্জন। শৈশবের ক্লাব লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন তিনি। এমনকি নতুন কোন ক্লাবে যাচ্ছেন সেটা নিয়েও সংবাদ চাউর হয়েছিল।
গুঞ্জনকে আরও জোরালো করেছিল লেস্টার সিটি। এবার সেই কফিনে শেষ পেরেক মারল শেফিল্ড ইউনাইটেড। গুঞ্জনকে সত্যি করে হামজা চৌধুরীকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ফলে প্রিমিয়ার লিগের বদলে এখন ইংলিশ চ্যাম্পিয়নশিপে দেখা যাবে বাংলাদেশের হামজাকে। যেখানে তার মূল লড়াই হবে নতুন দলকে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা।
হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়টাকেই। ৩ সেকেন্ডে প্রথম ভিডিওটি আপ্লোড করা হয় লাল-সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করিয়ে দেয়া হয় বাংলাদেশি ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাকনামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে ‘বাংলাদেশি ব্লেড’।
নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা চৌধুরী। দলে যোগ দেয়ার পর প্রথম সাক্ষাৎকারে হামজা বলেন, ‘এটা মাত্র কয়েক সপ্তাহের জন্য হলেও আমি এখানে এসে খুশি এবং মাঠে নামার জন্য প্রস্তুত।আমি দেখেছি দলটি কোন অবস্থানে আছে আমি এখানে আসতে চেয়েছি এবং সাহায্য করতে।’
Winning mentality
Posted by Sheffield United on Monday, January 27, 2025
তিনি আরও বলেন, ‘আমি ওয়াটফোর্ডে কয়েক মাস গাফারের (শেফিল্ডের কোচের ডাকনাম) সাথে কাজ করেছি, সময়টা ছোট ছিল, কিন্তু আমি উপভোগ করেছি। তাই যখন তিনি ফোন করেছিলেন, আমার উত্তর ছিল একটাই।’
২৭ বছর বয়সী হামজা লেস্টারের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন। শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ২০২২-২৩ মৌসুমে ওয়ার্টফোর্ডের হয়ে ধারে কাটিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার।
এমআই