Advertisement
Us Bangla Airlines
‘এনসিএলের মাধ্যমে টি-টোয়েন্টির ঘাটতি পূরণ করতে পারব’

‘এনসিএলের মাধ্যমে টি-টোয়েন্টির ঘাটতি পূরণ করতে পারব’

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১১

টি-টোয়েন্টি সংস্করণের ঘাটতি পূরণে দেশে প্রথমবারের মতো বিশ ওভারের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে ‘এনসিএল টি-টোয়েন্টি’ নামের এ টুর্নামেন্টে বেশ কিছু তরুণ মুখকে পারফর্ম করতে দেখা গেছে। যা টাইগার ক্রিকেটের ভবিষ্যতের জন্য সুখবর বয়ে আনতে পারে বলে মনে করছেন বিসিবির চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু।

গতকাল (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টটির ফাইনাল শেষে বিসিবির সাবেক প্রধান নির্বাচকের কাছে তরুণ ক্রিকেটারদের সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, এনসিএলে কোন ক্রিকেটার মুগ্ধ করেছে বাংলাদেশের সাবেক এ ক্রিকেটারকে।

৩৫৩ দিয়ে শুরু, ১২৮ রানে শেষ!

জবাবে বিসিবির চিফ কো অর্ডিনেটর নান্নু বলেন, ‘আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) গত চার বছরে যুক্ত থাকা অনেক খেলোয়াড়কে নাড়াচাড়া করেছি এখানে। সেসব খেলোয়াড়েরা নজরে আসে। এখন পাইপলাইনে সে সমস্ত চিন্তা করে আগামী চার-পাঁচ বছরের জন্য খেলোয়াড়েরা রয়েছে। তারাই ভবিষ্যতে জাতীয় দলের জন্য তৈরি হবে।’

নতুন করে বল হাতে আলো ছড়িয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তাকে নিয়ে নান্নু বলেন, ‘ভবিষ্যত চিন্তা করেই হাই পারফরম্যান্সে চার বছর আগে নেওয়া হয়েছিল (মুগ্ধকে)। সেভাবেই যাচ্ছে। তো আশা করছি খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ হয়েছে। এই সংস্করণে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে। আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফর্মার দেখা যাবে।’

৬২ রানে অলআউট হয়ে ঢাকা মেট্রোর ৩ রেকর্ড

এনসিএল টুর্নামেন্ট নিয়ে নান্নু বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।’

এমআই