
আলিফের হাত ধরে সোনা জিতল বাংলাদেশ
খেলা ডেস্ক
২০ জুন ২০২৫, ১৬:২০
এশিয়ান কাপ আরচ্যারিতে সোনা জিতেছেন বাংলাদেশের তরুণ আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জয়ের হাসি হাসেন এই বিকেএসপির আলিফ।
প্রথম সেটেই ২৮ পয়েন্ট তুলে এগিয়ে যান বাংলাদেশি ক্রীড়াবিদ। জাপানি প্রতিপক্ষ পান ২৭। দ্বিতীয় সেটেও আলিফের তীর ছুটে চলে লক্ষ্যে—স্কোরবোর্ডে যোগ হয় ২৯, মিয়াতার ২৮–এ সেটটিও ওঠে আলিফের ঝুলিতে। ৪-০ ব্যবধানে তখন অনেকটাই এগিয়ে ছিলেন বাংলাদেশের তরুণ এই আর্চার।
তবে তৃতীয় ও চতুর্থ সেটে হোঁচট খান আলিফ। স্কোরলাইন সমতায় ফেরে ৪-৪। ম্যাচ তখন গড়ায় পঞ্চম ও শেষ সেটে, যেখানে আবারও দৃঢ়তায় ফিরেন আলিফ। দুর্দান্ত এক ২৯ পয়েন্ট করেন, জাপানি প্রতিপক্ষ দাঁড়াতে পারেননি—তাঁর সংগ্রহ ২৬। ফলে ৬-৪ সেট পয়েন্টে জয় নিশ্চিত করেন আলিফ।
এই সাফল্যে তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কারও পেয়েছেন তিনি। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল দিয়েছেন ১ হাজার সিঙ্গাপুর ডলার পুরস্কার।
বিকেএসপির এই আরচ্যার আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন কয়েক বছর ধরে। তবে এশিয়ান কাপে সোনার পদক নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন। এর আগে বাংলাদেশের হয়ে এই ইভেন্টে সোনা জিতেছিলেন কেবল রোমান সানা।
এমআই