Advertisement
Us Bangla Airlines
ব্যাট হাতে ‘বরবাদ’ বাংলাদেশের সিনেমাতেও একই পছন্দ!

ব্যাট হাতে ‘বরবাদ’ বাংলাদেশের সিনেমাতেও একই পছন্দ!

খেলা ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫, ১২:১২

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? যারা সামান্য ক্রিকেট অনুসরণ করেন, তারাও একবাক্যে বলে দিবেন ব্যাটিং। বিশ্ব ক্রিকেট যেখানে রান বন্যায় ভাসছে, সেখানে বাংলাদেশ ক্রিকেটে রান খরার চিত্র নিয়মিত। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; কোনো ফরম্যাটেই প্রত্যাশিত রান দেখা যায় না।

সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা মিলেছে একই দশা। টুর্নামেন্টে দুই ম্যাচ বাংলাদেশের উভয় ম্যাচেই রান সংকট ছিল চোখে পড়ার মতো। সিনিয়র-জুনিয়র সব ক্রিকেটারই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির এবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শান্তের দল।

৪ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে ব্যাট হাতে আর বরবাদ হতে চায় না তারা। ফলে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে রাখতে আগেভাগেই অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ। তবে দুই দিন টানা অনুশীলনের মাঝে মিলেছে বিশ্রাম। গতকাল বিশ্রামের দিনে সিনেমা দেখে সময় কাটিয়েছে টাইগারদের একাংশ।

সিলেটের গ্র্যান্ড হোটেলে থাকা বাংলাদেশ দলের কয়েকজন সদস্য গতকাল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা দেখেছেন। টিম হোটেলের থিয়েটার রুমেই হয়েছিল এই আয়োজন। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মানসিক সতেজতা ও বিনোদনের অংশ হিসেবেই বিশ্রামের দিনটির পরিকল্পনা করা হয়।

টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি হয়েছে, যা বলেলন শান্ত-মমিনুল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো একটি ছবিতে দেখা যায়—হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, কম্পিউটার অ্যানালিস্ট শাওন, ভারপ্রাপ্ত স্পিন কোচ সোহেল ইসলাম ও টিম ম্যানেজার নাফিস ইকবাল সিনেমা দেখেছেন।

সম্প্রতি সিরিজগুলোতে ব্যাট হাতে বরবাদ হওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে নিজেদের আলাদা করে উপস্থাপন করতে চাইবে। আবার বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ বরবাদ করে দিতে চাইবে হাসান-খালেদরা।

এমআই