Advertisement
Us Bangla Airlines
৫০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট, থাকবে না অনলাইন টিকিট

৫০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট, থাকবে না অনলাইন টিকিট

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫, ১২:০২

ঘরের মাটিতে চলতি বছর প্রথম সিরিজ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২০ এপ্রিল। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৫০ টাকা। সাত ক্যাটাগরির টিকিটের মধ্যে সর্বোচ্চ দাম ৫০০ টাকা। আজ সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় মিলবে প্রথম টেস্টের টিকিট। এ ছাড়া শনিবার সকাল ১০টায় সিলেট স্টেডিয়াম কাউন্টার থেকে সরাসরি টিকিট কেনা যাবে।

গতবছরের তুলনায় সব গ্যালারির টিকেটের দাম কমানো হলেও দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি সিরিজে থাকছে না অনলাইন টিকিটের ব্যবস্থা। অর্থাৎ সশরীরে কিনতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের টিকেট।

টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি হয়েছে, যা বলেলন শান্ত-মমিনুল

এদিকে প্রায় ৪ বছর পর টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে। 

সিলেটে প্রথম টেস্ট শেষে বাংলাদেশ-জিম্বাবুয়ে চট্টগ্রামে যাবে। সেখানে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (সাবেক জহুর আহমেদ চৌধুরী) স্টেডিয়ামে।

বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড : ৫০০ টাকা
ক্লাব হাউজ : ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ১০০ টাকা
গ্রিন হিল এরিয়া : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট) : ১৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) : ৫০ টাকা

এমআই