Advertisement
Us Bangla Airlines
টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলা দুঃখজনক, বলছেন শান্ত

টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলা দুঃখজনক, বলছেন শান্ত

খেলা ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

ঘরের মাটিতে গত বছরের অক্টোবরে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। চলতি বছরে চার মাস পার হলেও এখনো নিজেদের মাটিতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সেই প্রহর কাটতে যাচ্ছে। রোডেশিয়ানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের দল।

আগামীকাল ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে নিজেদের টেস্ট সংস্কৃতি নিয়েও কথা বলেছেন তিনি।

শান্ত বলেন, ‘আমার মনে হয় যে এত বছর টেস্ট খেলার পরেও আমাদের যখন টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয় অবশ্যই দুঃখজনক। তো লাস্ট গত বছর থেকে আমরা যদি শুরু করি দেখবেন যে আমার মনে হয় গত বছর আমরা টেস্টে চারটা (আসলে ৩টা) ম্যাচ জিতলাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের যে বারোটা টেস্ট ছিল তার মধ্যে চারটা ম্যাচই বড় দলের বিপক্ষে জয়।’ 

৪ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল, আমার মনে হয়। মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিজ গুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। প্রস্তুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’

নতুন সিরিজে নতুন কিছুর আভাস দিয়ে শান্ত বলেন, ‘আমি অধিনায়ক হিসেবে মনে করি যে প্রত্যেকটা ম্যাচ আমরা জয়ের জন্য খেলি। এখানে সেলফ ক্রিকেটটা খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। আমি যেটা বললাম একটু আগে যে, নতুন কিছু আমরা চেষ্টা করব। এবং এটাও শুরু হবে আগামীকাল থেকে। আমার মনে হয় এটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রস্তুতি থাকা দরকার সেগুলো খেলোয়াড় নিচ্ছে।’ 

এমআই