Advertisement
Us Bangla Airlines
কেন ঘরের মাঠেও অনার্স বোর্ড চান মিরাজ

কেন ঘরের মাঠেও অনার্স বোর্ড চান মিরাজ

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১২:০৬

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ১১তম ফাইফার পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দশম ফাইফারটা পেয়েছেন গেল বছর। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট শিকার করেছেন তিনি। বিদেশের মাটিতে নেওয়া তৃতীয় ফাইফারের কীর্তিটা রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিখে এসেছেন মিরাজ।

গতকাল সিলেটের মাটিতে ৫ উইকেট নিয়ে সেই স্মৃতিটা আর লিখে রাখতে পারেননি তিনি। এতেই হয়তো কিছুটা খারাপ লেগেছে মিরাজের। ফলে বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ডের প্রচলন করার দাবি জানিয়েছেন তিনি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।’

‘একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম লিখেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি দেখে ভালোই লেগেছে। আমাদের এখানে এ ব্যাপারটা নেই, আমার মনে হয় চালু করা উচিত। যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন।’-যোগ করেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন মিরাজ। দেশের মাটিতে ফাইফারের সংখ্যা ৮টি। তবে বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড না থাকায় কীর্তির খাতায় নিজের নাম ঘটা করে লেখা হয়নি। বিদেশের মাটিতে নেওয়া ৩ ফাইফারের মধ্যে পাকিস্তানেই অনার্স বোর্ডে একবার নাম লিখেছেন এই অলরাউন্ডার।

এমআই