Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানের আগে আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ!

পাকিস্তানের আগে আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ!

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ২১:১৮

জিম্বাবুয়ে সিরিজের পর পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরিবর্তে টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে উভয় দল এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। তবে এর আগে ভিন্ন দলের সঙ্গে খেলতে চায় বিসিবি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি। ইতোমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলছিলেন, ‘দুই বোর্ডের মধ্যে এ নিয়ে কথা হয়েছে। পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে বাড়তি আত্মবিশ্বাসও যোগাবে ক্রিকেটারদের জন্য।’

জানা গেছে, এই সিরিজ যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি ১৮ এবং ২০ মে মাঠে গড়াতে পারে। এদিকে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফর করবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে এখনও সময়সূচি নিশ্চিত নয়।

এর আগে মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। 

এমআই