Advertisement
Us Bangla Airlines
‘জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার কিছুটা কষ্টদায়ক’

‘জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার কিছুটা কষ্টদায়ক’

খেলা ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫, ২১:৪১

জিম্বাবুয়ের বিপক্ষে সাত বছর পর হেরেছে বাংলাদেশ। রোডেশিয়ানদের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি নাজমুল হোসেন শান্ত’র দল। তাই তো এমন হারকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছুটা কষ্টদায়ক কারণ আমরা আমাদের দলটা যেভাবে, যেখানে দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সঙ্গে এই ফলটা একেবারই মেলেনি। যা খুবই দুঃখজনক।’

অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশা করেছে ফাহিমকে, ‘আমরা চেষ্টা করেছি এমন সব কন্ডিশনে খেলাতে যে কন্ডিশনটা আমাদের পক্ষে থাকবে এমন না, যেখানে খেললে আমাদের আইসিসি ইভেন্টসহ বাইরে ভালো খেলতে পারব। সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের মতো ছিল না। কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞ, কোয়ালিটি খেলোয়াড় তাদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। নিশ্চিতভাবে যে ফলটা হয়েছে মোটেও সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে।’

সিরিজে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ফাহিমের, ‘আশা করব এই জায়গা থেকে আমরা ফিরে আসব। আমাদের ফিরে আসতেই হবে। আমাদের ক্যাপাসিটি কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরও  অনুভব করতে হবে তারা নিজেদের নিয়ে কীভাবে এবং কী স্বপ্ন দেখে।’

‘জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, দিনশেষে দলটা তাদের। তাদের সে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে, শুধু খেলোয়াড় না আমাদের সবার জন্য’- যোগ করেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) হবে ম্যাচটি।

এমআই