
আইসিসির যে নিয়মে ৪ ম্যাচ নিষেধাজ্ঞা পেল হৃদয়
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৯
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে নাটক যেন থামছেই না। আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে অশোভন আচরণ এবং কটু মন্তব্য করায় ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। এরপর মোহামেডান ক্লাবের ক্ষমতাবলে বিসিবির নিয়ম পাল্টিয়ে সেই শাস্তি এক ম্যাচ কমে যায়।
আম্পায়ার শরফুদ্দৌলার বিসিবি চাকরি ছাড়ার গুঞ্জনে হৃদয়ের ওপর পুনরায় শাস্তি বলবৎ হয়। সেটাও আবার এক বছর পিছিয়ে যায় মোহামেডানের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রভাবে। এক বছর ভুল করে অন্য বছরে শাস্তি পাবেন, বিশ্ব ক্রিকেটে এমন আজগুবি নিয়ম যেন এবারই প্রথম।
ক্ষমতার প্রভাবে শাস্তি কমালেও গত শনিবার নতুন করে শাস্তির কবলে পড়েছেন তাওহীদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে নতুন করে ১ ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা শাস্তি দেওয়া হয়। আইসিসির নিয়ম মেনেই মোহামেডান দলপতিকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
গতকাল আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘প্রিমিয়ার লিগের কোড অব কনডাক্টে স্পষ্টভাবেই লেখা আছে আউট হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের বেশি আপনি উইকেটে থাকতে পারবেন না। এই আইন হঠাৎ করে নয়, আইসিসির নিয়ম থেকেই নেওয়া। হৃদয়ের শাস্তি নিয়ে সমালোচনা করার আগে আইনও পড়তে হবে।’
খেলার আইন জানা নিয়ে ইফতেখার বলেন, ‘আমাদের সব খেলোয়াড়ের উচিত এখন থেকে পরবর্তী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ম্যাচের আইন পড়ে নেওয়া। খেলার আইন আগেই দেওয়া হয়। তাই ৯০ ভাগ ম্যাচ হয়ে যাওয়ার পর ক্রিকেটারদের আইন জানতে চাওয়াটা ঠিক নয়।’
গত শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর উইকেটে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকা ও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ৫.২.৬ ধারা ভঙ্গ করেন হৃদয়। এজন্য তার লেভেল-১ অপরাধে ১ ডিমেরিট পয়েন্ট ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। আগের সাতের সঙ্গে এক পয়েন্ট যুক্ত হওয়ায় তার নামের পাশে ৮ ডিমেরিট।
বিসিবির নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট পেলে কোনো ক্রিকেটার অন্তত চার ম্যাচ নিষিদ্ধ। হৃদয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ হয়েছে। ফলে আবাহনী ও মোহামেডানের অলিখিত ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না তিনি। এছাড়া আগামী মৌসুমেও
এজন্য তিনি চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এরই মধ্যে তিনি এক ম্যাচের শাস্তি ভোগ করেছেন। তবে ঢাকা লিগে ফাইনালে পরিণত হয়ে যাওয়া আবাহনী ও মোহামেডানের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। এছাড়া আগামী মৌসুমেও লিগের প্রথম ৪ ম্যাচে খেলতে পারবেন না তাওহীদ হৃদয়।
এমআই