Advertisement
Us Bangla Airlines
সিরিজ রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

সিরিজ রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

খেলা ডেস্ক

২১ মে ২০২৫, ১৭:১৪

পাকিস্তানের সিরিজের আগে নিজেদের মানিয়ে নিতেই লিটনদের আরব আমিরাত সিরিজ। দুই ম্যাচের এই প্রতিযোগিতাটি বেড়ে তিন ম্যাচ হয়েছে। সিরিজের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু প্রস্তুতি সারতে যাওয়া এ সিরিজে এখন ‘অঘোষিত ফাইনাল’ খেলতে হচ্ছে টাইগারদের।

সিরিজের প্রথম ম্যাচে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। নিজের মান-সম্মান বাঁচাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ জিততেই হবে লিটন-শান্তদের। আইসিসির সহযোগী দেশের সাথে ইতোমধ্যে সর্বোচ্চ ম্যাচ হারার রেকর্ড গড়েছে টাইগাররা। লজ্জার প্রভাবকে আর টানতে চাইবেন না তারা।

টি-টোয়েন্টিতে এমন পরাজয় আগে দেখেনি কেউ!

বাঁচা মরার ম্যাচে নিশ্চিতভাবেই একাদশে পরিবর্তন আসতে চলেছে। বোলিং দেখা মিলতে পারে একাধিক পরিবর্তন। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে ফিরবেন হাসান মাহমুদ। স্পিনার তানভীরের পরিবর্তে একাদশে দেখা যাবে সহ-অধিনায়ক শেখ মেহেদীকে।

ব্যাটিংয়ে শান্তকে বসিয়ে দেওয়া হতে পারে এই ম্যাচে। তার জায়গায় সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। এমনকি গত ম্যাচে ফিফটি করা তানজিদ তামিমকে বিশ্রাম দিতে পারেন গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে একাদশে ফিরবেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন।

সবমিলিয়ে সিরিজ জয়ের ম্যাচে বড় রদবদল নিয়েই নামবে বাংলাদেশ দল। আমিরাতের বিপক্ষে এ ম্যাচ জিতলে রেকর্ড গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। আমিরাতকে হারাতে পারলে ৩ বছর ৯ মাস সিরিজ নির্ধারণী ম্যাচ জিতবে টাইগাররা। এর আগে ২০২১ সালের ২৫ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

এমআই