
এবার এবাদতের সঙ্গে বাজে ব্যবহার করলো গামিনি
খেলা ডেস্ক
২৬ মে ২০২৫, ১৯:০৮
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে ক্রিকেট প্রেমীদের চেনার কথা। ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ করে বহুবার শিরোনামে এসেছেন এই লঙ্কান মাস্টারমাইন্ড। সম্প্রতি লেগ স্পিনার আমিনুলকে অনুশীলন করতে দেননি তিনি। পাশাপাশি টাইগার লেগ স্পিনারের সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ ওঠেছে।
আমিনুলের পর এবার ফাস্ট বোলার এবাদত হোসেনের সঙ্গে তর্ক করে আলোচনায় এসেছেন গামিনি ডি সিলভা। গেল শুক্রবার এবাদতের সঙ্গে পিচ ইস্যুতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই লঙ্কান কিউরেটর। গামিনির সঙ্গে এবাদতের কথার লড়াই হয়েছে। যা শেষ পর্যন্ত গড়ায় বিসিবি পর্যন্তও।
বাকবিতণ্ডার সময়ে উপস্থিত ছিলেন ‘এ’ দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন। জানালেন ঘটনার বিস্তারিত। যদিও পরে সেটির সমাধান হয়েছে বলেও জানালেন এই কোচ।
নাজমুল বলেন, ‘এটা গেল শুক্রবারের ঘটনা, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ে। বোলিং করতে যাচ্ছিল এবাদত তখন গামিনিকে বলেছিল যে ভালো উইকেট না দিলে বল করব কীভাবে। পরে গামিনিও কিছু একটা বলে বসে। পরে বিষয়টি বিসিবিকে জানিয়েছেন এবাদত। বোর্ড দেখছে এখন।’
২০২৩ সালের পর থেকে জাতীয় দলের বাইরে এবাদত হোসেন। গেল বছরের শেষে চোট থেকে ফিরে বিপিএলে বেশ কিছু ম্যাচ খেলেছেন। তবে এখনও জাতীয় দলে ফেরা হয়নি তার, সবশেষ খেললেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। তবে এখনো পুরনো এবাদতের দেখা মিলেনি।
এমআই