Advertisement
Us Bangla Airlines
ফাইনালে নামার আগে সুখবর পেল আরসিবি

ফাইনালে নামার আগে সুখবর পেল আরসিবি

খেলা ডেস্ক

০৩ জুন ২০২৫, ১৭:১৪

উৎসবের আর একধাপ বাকি। পাঞ্জাবকে শিরোপা নির্ধারণী ম্যাচে হারাতে পারলেই ইতিহাস গড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে এটাই হবে কোহিলদের প্রথম শিরোপা জয়। তবে সেখানেও আছে ভয়, অতীতে তিনবার ফাইনালে ওঠে ভক্তদের হৃদয় ভেঙেছে কোহলিরা।

পাঞ্জাবও কোহলিদের মতো আরেকটি দল। আইপিএলের ফাইনালে একবার খেললেও শিরোপা জেতা হয়নি তাদের। এবার উভয় দলই ইতিহাসের পাতায় নিজেদের নাম বাগিয়ে নিতে চায়। পাঞ্জাবকে ইতোমধ্যে বার্তা দিয়েছেন দলটির মালিক প্রীতি জিনতা। কোহলির জন্যই শিরোপা জিততে চায় আরসিবি।

ফাইনালে নামার আগে অবশ্য বেশ শঙ্কায় পড়েছিল রজিত পাতিদারের দল। আরসিবির দুই বিদেশি ক্রিকেটার টিম ডেভিড ও ফিল সল্টকে পাচ্ছে না বলে গুঞ্জন ওঠেছিল। তবে ফাইনালে নামার কয়েক ঘণ্টা আগে সুখবর পেল দলটি। ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছেন ইংলিশ তারকা ফিল সল্ট।

ইতিহাস লেখার অপেক্ষায় আইপিএলের ১৮তম আসর

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। জানা যায়, আজ সকালে ম্যাচের ভেন্যু আহমেদাবাদে পা রেখেছেন ফিল সল্ট। সব ঠিক থাকলে ফাইনাল ম্যাচে এ ব্যাটারকে পাওয়া যাবে।

গতকাল ফাইনাল ম্যাচকে ঘিরে করা আরসিবির অনুশীলনে ছিলেন না ফিল সল্ট। সন্তান পৃথিবীতে আসার সুবাদে ইংল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি। তবে ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে তাকে না পাওয়া বড় সমস্যা হতে পারত। কিন্তু আরসিবিকে স্বস্তি দিয়ে যথাসময়ে ভারতে পৌঁছেছেন তিনি।

এমআই